তামাকমুক্ত প্রজন্ম গড়তে মালদ্বীপে প্রজন্মভিত্তিক ধূমপান নিষিদ্ধ আইন কার্যকর
দখিনের সময়
প্রকাশিত নভেম্বর ১, ২০২৫, ১৭:৪৮ অপরাহ্ণ
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
এশিয়ার দেশ মালদ্বীপে ধূমপানবিরোধী নতুন আইন কার্যকর হয়েছে, যার লক্ষ্য দেশের জনস্বাস্থ্য সুরক্ষা ও তামাকমুক্ত প্রজন্ম গঠন। শনিবার (১ নভেম্বর) থেকে কার্যকর হওয়া এই আইনে বলা হয়েছে, ২০০৭ সালের জানুয়ারির পর জন্ম নেওয়া কেউ মালদ্বীপে ধূমপান করতে বা তামাকজাত পণ্য ব্যবহার করতে পারবে না। নিষেধাজ্ঞা অমান্য করলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
বিশ্বে প্রথমবারের মতো প্রজন্মভিত্তিক ধূমপান নিষিদ্ধের মাধ্যমে মালদ্বীপ একটি উদাহরণ স্থাপন করল। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর নির্দেশে এই আইন জনস্বাস্থ্য রক্ষায় কার্যকর করা হয়েছে। নতুন বিধান অনুযায়ী, ২০০৭ সালের ১ জানুয়ারি বা তার পর জন্ম নেওয়া কেউ তামাকজাত পণ্য ক্রয়, ব্যবহার বা সংরক্ষণ করতে পারবে না। বিক্রেতাদেরও বাধ্যতামূলকভাবে ক্রেতার বয়স যাচাই করতে হবে।
নতুন আইন পর্যটকদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। মালদ্বীপে এখন থেকে সব বয়সীদের জন্য ই-সিগারেট ও ভ্যাপিং যন্ত্র আমদানি, বিক্রি, সংরক্ষণ ও ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। আইন অমান্য করলে সর্বোচ্চ ৫০ হাজার রুপিয়া পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে। ধূমপানবিরোধী এমন উদ্যোগ বর্তমানে যুক্তরাজ্যেও আইন প্রণয়নের প্রক্রিয়ায় রয়েছে, যদিও নিউজিল্যান্ড এক বছরের মধ্যেই তাদের অনুরূপ আইন বাতিল করেছিল।