• ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

মাদকদ্রব্য বিক্রির বিশ লাখ টাকাসহ বরিশালে অস্ত্র ও মাদক উদ্ধার

দখিনের সময়
প্রকাশিত নভেম্বর ৮, ২০২৫, ১৭:২৫ অপরাহ্ণ
মাদকদ্রব্য বিক্রির বিশ লাখ টাকাসহ বরিশালে অস্ত্র ও মাদক উদ্ধার
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
বরিশাল নগরীর কাউনিয়া থানা বিসিসি ৫নং ওয়ার্ডস্থ মোহাম্মাদপুর ‍এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র, মাদক ও মাদব বিক্রির টাকা ‍উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে পোনে ‍একটার দিকে মোঃ সুমন হাওলাদার ওরফে মান্না সুমন এর একতলা টিনসেট বিল্ডিং পুলিশ ‍এ অভিযান চালায়।
অভিযান আটককৃতরা হলেন শিল্পি বেগম (৩৮), স্বামী-মোঃ সুমন হাওলাদার ওরফে মান্না সুমন, পিতা-কুদ্দুস খলিফা, সাং-মোহাম্মদপুর, বিসিসি ০৫নং ওয়ার্ড, থানা- কাউনিয়া, জেলা-বরিশালে। তাদের হেফাজত হতে ৯ টি দেশীয় ধারালো অস্ত্র, ১০২ পিস ইয়াবা ট্যাবলেট, ৫০ (পঞ্চাশ) গ্রাম গাঁজা, ২৫০ মি.লি পরিমান মদ এবং অবৈধ মাদক বিক্রয়লব্ধ নগদ অর্থ ২০,৪৮,৫১০/-(বিশ লক্ষ আট চল্লিশ হাজার পাঁচশত দশ ) টাকা উদ্ধার পূর্বক তাকে গ্রেফতার করেন। ঘটনার সাথে সম্পৃক্ত অপর অভিযুক্ত মোঃ সুমন হাওলাদার ওরফে মান্না সুমন (৪২), পিতা-নুরুল ইসলাম হাওলাদার, সাং-মোহাম্মদপুর, বিসিসি ০৫নং ওয়ার্ড, থানা-কাউনিয়া, জেলা-বরিশাল বর্তমানে পলাতক রয়েছে।