• ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

ইসরায়েলের সঙ্গে আব্রাহাম চুক্তিতে যোগ দিচ্ছে মুসলিম দেশ কাজাখস্তান

দখিনের সময়
প্রকাশিত নভেম্বর ৯, ২০২৫, ০৮:০৪ পূর্বাহ্ণ
ইসরায়েলের সঙ্গে আব্রাহাম চুক্তিতে যোগ দিচ্ছে মুসলিম দেশ কাজাখস্তান
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
দখলদার ইসরায়েলের সঙ্গে আব্রাহাম চুক্তিতে স্বাক্ষর করতে যাচ্ছে মধ্য এশিয়ার মুসলিমপ্রধান দেশ কাজাখস্তান। গতকাল শুক্রবার (৭ নভেম্বর) কাজাখ সরকারের পক্ষ থেকেই এ তথ্য নিশ্চিত করা হয়। ‍এদিকে সমালোচকরা বলছেন, কাজাখস্তানের সঙ্গে ১৯৯০ দশক থেকেই সম্পর্ক আছে ইসরায়েলের। একে-অপরের সঙ্গে সবধরনের বাণিজ্য করে দেশ দুটি। ফলে নতুন করে ইসরায়েলের সঙ্গে কাজাখস্তানের যোগ দেওয়ার কিছু নেই।
বিশেষজ্ঞরা বলছেন, গাজায় বর্বরতার জেরে আরব দেশগুলো ইসরায়েল থেকে সম্পূর্ণভাবে মুখ ফিরিয়ে নেওয়ায় এখন নিজেদেরকে আবার শান্তির দূত হিসেবে পরিচয় করাতে উদগ্রীব হয়ে গেছে দখলদার দেশটি। এ কারণে এখন পূর্বেই সম্পর্ক থাকা কাজাখস্তানের সঙ্গে নতুন করে সম্পর্ক গড়ার বিষয়টি সামনে আনছে তারা। প্রসঙ্গত, ২০২০ সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে যাত্রা শুরু করা এ আব্রাহাম চুক্তির মাধ্যমে মূলত ইসরায়েলের সঙ্গে আরব মুসলিম দেশগুলোর সম্পর্ক স্থাপনের ব্যবস্থা করা হলেও এখন কাজাখস্তানের মতো একটি ‘অ-আরব’ মুসলিম দেশকে যুক্ত করার প্রক্রিয়া সামনে আসায় ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। যাত্রা শুরুর বছরে এই চুক্তিতে স্বাক্ষর করে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মরক্কো এবং সুদান। যদিও চুক্তির আনুষ্ঠানিক অনুমোদন এখনও দেয়নি সুদান সরকার। এ অবস্থায় আরব দেশের বদলে মধ্য এশিয়ার মুসলিম সংখ্যাগরিষ্ঠ কাজাখস্তানকে আব্রাহাম চুক্তিতে যুক্ত করার মার্কিন প্রয়াসকে বাঁকা চোখে দেখছে আন্তর্জাতিক মহল।
এদিকে, আব্রাহাম চুক্তিতে স্বাক্ষরের খবরে কাজাখস্তানকে ‘ব্যবহৃত মাল’ হিসেবে অভিহিত করেছেন ফিলিস্তিনি লিবারেশন অর্গানাইজেশনের (পিএলও) সাবেক নেতা ও লিডারশিপ কমিটির সদস্য হানান আশরাই। তিনি বলেন, আবারও ইতিহাস নতুন করে লেখা হচ্ছে এবং তথ্য বিকৃত করা হচ্ছে। কাজাখস্তান কোনো আরব দেশ নয় এবং ১৯৯০ দশক থেকেই ইসরায়েলের সঙ্গে তাদের কূটনৈতিক সম্পর্ক আছে। কাজাখস্তান একটা ব্যবহৃত মাল।
খবর: আল জাজিরা