• ৯ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

দুই দশকের সাফল্যের স্বীকৃতি হিসেবে ‘হেলিলয়্যালটি অ্যাওয়ার্ড’ অর্জন করল এনার্জিপ্যাক

দখিনের সময়
প্রকাশিত নভেম্বর ৯, ২০২৫, ১৭:১১ অপরাহ্ণ
দুই দশকের সাফল্যের স্বীকৃতি হিসেবে ‘হেলিলয়্যালটি অ্যাওয়ার্ড’ অর্জন করল এনার্জিপ্যাক
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
বিদ্যুৎ প্রকৌশল খাতে দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান এনার্জিপ্যাক দুই দশকের সাফল্যের স্বীকৃতি হিসেবে অর্জন করেছে মর্যাদাপূর্ণ ‘হেলি লয়্যালটি অ্যাওয়ার্ড’। সম্প্রতি চীনের আনহুই প্রদেশের লেবানশান হোটেলে অনুষ্ঠিত হেলি গ্লোবাল ডিস্ট্রিবিউটর কনফারেন্স ২০২৫-এ এ পুরস্কার প্রদান করা হয়। এনার্জিপ্যাক গত ২০ বছর ধরে সারা বাংলাদেশে হেলি ফর্কলিফট এবং অন্যান্য ম্যাটেরিয়াল হ্যান্ডলিং সরঞ্জাম সরবরাহ করে আসছে, যা হেলির সঙ্গে তাদের দীর্ঘমেয়াদি সফল অংশীদারিত্বের প্রতিফলন।
আনহুই হেলি ইন্ডাস্ট্রিয়াল ভেহিকল ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট কোং লিমিটেডের বার্ষিক সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের পরিবেশকরা অংশ নেন। অনুষ্ঠানে হেলির ভবিষ্যৎ পরিকল্পনা, প্রযুক্তিনির্ভর নতুন প্রজন্মের হ্যান্ডলিং সল্যুশন এবং শিল্পায়নের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এই সম্মেলনের অন্যতম আকর্ষণ ছিল এনার্জিপ্যাকের প্রতি হেলির দীর্ঘ আস্থার প্রতীক হিসেবে ‘লয়্যালটি অ্যাওয়ার্ড’ প্রদান।
পুরস্কার প্রাপ্তি প্রসঙ্গে এনার্জিপ্যাকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হুমায়ুন রশীদ বলেন, “হেলির কাছ থেকে পাওয়া এই স্বীকৃতি আমাদের ব্যবসায়িক বন্ধনকে আরও দৃঢ় করে তুলেছে। এটি কেবল অংশীদারিত্বের প্রমাণ নয়, বরং নির্ভরযোগ্য যন্ত্রপাতি ও উদ্ভাবনী সমাধানের মাধ্যমে বাংলাদেশের শিল্পখাতকে এগিয়ে নেওয়ার আমাদের যৌথ বিশ্বাসের প্রতিফলন।” বর্তমানে এনার্জিপ্যাক হেলির একমাত্র পরিবেশক হিসেবে ১-৪৬ টন ক্ষমতার ফর্কলিফটসহ বিভিন্ন আধুনিক শিল্পযন্ত্র ও খুচরা যন্ত্রাংশ সরবরাহ করছে, যা দেশের শিল্প উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।