• ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

বরগুনার পর এবার পটুয়াখালীতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন

দখিনের সময়
প্রকাশিত নভেম্বর ১৪, ২০২৫, ১৭:৫৭ অপরাহ্ণ
বরগুনার পর এবার পটুয়াখালীতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
বরগুনার পর এবার পার্শ্ববর্তী জেলা পটুয়াখালীতেও জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দিবাগত রাতে পটুয়াখালী পৌরসভার ঝাউতলায় এ ঘটনা ঘটে। শুক্রবার সকালে স্থানীয় বাসিন্দারা স্মৃতিস্তম্ভের নিচের অংশে আগুনের চিহ্ন ও কালো দাগ দেখতে পান।
ঘটনার পরপরই এর একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার পরপরই স্মৃতিস্তম্ভ এলাকায় নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। ঝাউতলা এলাকার কয়েকজন বাসিন্দা বলেন, গভীর রাতে কে বা কারা এসে এখানে আগুন ধরানোর চেষ্টা করেছে, আমরা বুঝতে পারছি না। সকালে এসে দেখি আগুনের পোড়া দাগ, এখান থেকে পেট্রোলেরও গন্ধ পাচ্ছি।
এ ঘটনায় নিন্দা জানিয়ে পটুয়াখালী জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও জুলাই যোদ্ধা তোফাজ্জেল হোসেন বলেন, এ ঘটনা জুলাইয়ের চেতনায় আঘাতের শামিল। আশা করি, পটুয়াখালী জেলা পুলিশ অতি দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনবেন। প্রশাসনের প্রতি আমাদের আস্থা আছে। পটুয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) তারেক হাওলাদার বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। অগ্নিকাণ্ডে স্মৃতিস্তম্ভের বড় কোনো ক্ষতি হয়নি, শুধু নিচের দিকে কিছুটা কালো দাগ রয়েছে। আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।