Home অন্যান্য নির্বাচিত খবর সালিশ-বৈঠকে চেয়ারম্যানের করলেন বাল্য বিয়ে, এরপর তালাক

সালিশ-বৈঠকে চেয়ারম্যানের করলেন বাল্য বিয়ে, এরপর তালাক

দখিনের সময় ডেস্ক:

বৈঠক ছিলো সালিশের। কিন্তু পরিনত হলো বিয়ের অনুষ্ঠানে। কিন্তু এই বিয়ে তালাক হয়েগেলো কয়েক ঘন্টার মধ্যেই।পটুয়াখালীর বাউফল উপজেলার ইউপি চেয়ারম্যান মো. শাহীন হাওলাদার প্রশাসনের চাপে তার নবপরিনিতা বালিকা বধূকে তালাক দিতে বাধ্য হন।শুধু তাই নয়। বাসরের সাধও মেটেনি তার।বিয়ের রাতে চেয়ারম্যান শোওয়ার রুমে ঢুকতে চাইলে তাকে ঢুকতে দেননি নববধূ। ভেতর থেকে দরজা আটকে দেন।

পটুয়াখালীর বাউফলে প্রেমিক-প্রেমিকার সম্পর্ক প্রেমিকার বাবা মেনে না নেয়ায় বিষয়টি মীমাংসার জন্য সালিশ বৈঠকে বসেন চেয়ারম্যান মো. শাহীন হাওলাদার। এ সময়ে চেয়ারম্যানের পছন্দ হওয়ায় অভিভাবকের কাছে বিয়ের প্রস্তাব দেন তিনি। অভিভাবক সম্মতি দিলে রমজান মিয়ার প্রেমিকাকে বিয়ে করেন চেয়ারম্যান। এটি তার দ্বিতীয় বিয়ে। দুই সন্তানের জনক গুরধর এই চেয়ারম্যান।

মো. শাহীন হাওলাদার বাউফল উপজেলার কনকদিয়া ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান এবং ওই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এ নিয়ে তিনি দ্বিতীয় বারের জন্য চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এ সময় চেয়ারম্যানের প্রথম স্ত্রী পটুয়াখালী অবস্থান করছিলেন বলে জানা গেছে।স্থানীয়রা জানান, ২১ জুন নির্বাচিত চেয়ারম্যানের নববধু নাজনীন আক্তার নছিমনের বয়স ১৫-১৬ বছর হবে।

এদিকে প্রেমিকাকে না পেয়ে ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা চালায় প্রেমিক একই উপজেলার তাতেরকাঠির নারায়নপাশা এলাকার রমজান মিয়া। পরে চৌকিদার মো. ফিরোজ তাকে উদ্ধার করে শুক্রবার রাত ১০টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। রমজান ওই ইউনিয়নের নারায়নপাশা গ্রামের মৃত সুলতান হাওলাদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কনকদিয়া বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী নাজনীন আক্তার (নছিমন) এর সাথে প্রেমের সম্পর্ক ছিল একই ইউনিয়নের নারায়ণপাশা গ্রামের রমজান (২৫) নামের এক যুবকের। কিন্তু এ সম্পর্ক মেনে নিতে পারেননি নাজনীনের বাবা নজরুল ইসলাম। তিনি এবিষয়টি কনকদিয়া ইউনিয়নের চেয়ারম্যান শাহিন হাওলাদারকে জানান।

চেয়ারম্যান শাহিন হাওলাদার শুক্রবার(২৫ জুন) ইউনিয়ন পরিষদে সালিশ বৈঠক ডাকেন। ওই বৈঠকে রমজান ও নাজনীনের দুই পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। সালিশ বৈঠকে নাজনীনকে দেখে পছন্দ হয়ে যাওয়ায় তাকে বিয়ের প্রস্তাব দেন চেয়ারম্যান শাহিন হাওলাদার। মেয়ের বাবা এ বিয়েতে রাজি হলে ওই দিনই বাদজুমা চেয়ারম্যানের আয়লা বাজারস্থ বাসায় কাজী ডেকে ৫ লাখ টাকা কাবিন করে নাজনীনকে বিয়ে করেন তিনি।

এ ব্যাপারে শাহিন হাওলাদার বলেন, কোনো সালিশ বৈঠক হয়নি হয়েছে বিবাহ অনুষ্ঠান। মেয়েটি দেখে আমার পছন্দ হওয়ায় তাকে বিয়ে করেছি। আমার বিয়ের প্রয়োজন ছিল তাই বিয়ে করেছি। মা ভাই এমনকি প্রথম স্ত্রীর অনুমতি নিয়েই বিয়ে করেছেন তিনি দাবী করনে শাহিন। সামর্থ্য থাকলে একজন পুরুষ মানুষ ৫টা বিয়েও করে।

কিন্তু দম্ভোক্তি শেষ পর্যন্ত টেকিনি। ইউপি চেয়ারম্যান শাহিন হাওলাদারকে তালাক দিতে বাধ্য হয়েছেন কিশোরী নাজমিন আক্তার ওরফে নছিমন (১৪)। চেয়ারম্যানের আয়লা বাজারস্থ বাসায় বসে তিনি তালাকনামায় স্বাক্ষর করেন। এরপর চেয়ারম্যান শাহিন হাওলাদার নিজে নছিমনকে তার অভিভাবকদের হাতে তুলে দেন। শনিবার(২৬ জুন) রাত ১১টা ২০ মিনিটে নছিমন তার তালাকের বিষয়টি নিশ্চিত করেন।

শনিবার রাতে শাহিন হাওলাদারের ছেলে তুষার এবং অন্যান্য আত্মীয় স্বজন ও প্রশাসনের চাপে শাহিন হাওলাদার নছিমনকে জিম্মিদশা থেকে মুক্তি দিতে রাজি হন। রাতেই ওই কাজীকে ডাকা হয়। এরপর তার কাছ থেকে তালাক নামায় স্বাক্ষর নেওয়া হয়। পরে চেয়ারম্যান শাহিন হাওলাদার নিজেই তাকে অভিভাবকদের হাতে তুলে দেন। ওই সময় তার নানা ইউনুস কাজী, বাবা ও সাবেক ইউপি মেম্বার নুরুল ইসলাম তাকে বাবার বাড়ির মাঝ পথ পর্যন্ত এগিয়ে দেন। সেখান থেকে তিনি রমজানের সেই মামা শাহআলমের বাড়িতে চলে যান। রমজানের মামাতো ভাই পলাশ তাকে তাদের বাড়িতে নিয়ে যান। তালাক পেয়ে নছিমন বলেন, ‘আমি দারুন খুশি।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

এক-তৃতীয়াংশ ইহুদি-আমেরিকান কিশোর হামাসের প্রতি সহানুভূতিশীল

দখিনের সময় ডেস্ক: এক-তৃতীয়াংশের বেশি আমেরিকান-ইহুদি কিশোর (১৪ থেকে ১৮ বছর বয়সী) 'আমি হামাসের সাথে সহানুভূতিসম্পন্ন'- এমন বক্তব্যের সাথে একমত। ইসরাইলের একটি মন্ত্রণালয়ের পক্ষ থেকে...

প্রতিদিন কলা খাওয়ার উপকার

দখিনের সময় ডেস্ক: প্রতিদিন কলা খেলে মেলে অনেক উপকার। কলায় থাকে প্রয়োজনীয় অনেক ভিটামিন। যে কারণে চিকিৎসকেরা নিয়মিত কলা খাওয়ার পরামর্শ দেন। প্রতিদিন অন্তত দুটি...

মোহিনীর প্রেমের এআর রহমানের বিচ্ছেদ, যা বলছেন পুত্র

দখিনের সময় ডেস্ক: ব্যক্তিজীবন নিয়ে সংবাদের শিরোনামে এআর রহমান। সায়রা বানুর সঙ্গে দীর্ঘ ২৯ বছরের দাম্পত্যের অবসান। বুধবার রাতে রহমানের স্ত্রী সায়রার আইনজীবী এই খবর...

স্মার্টফোনে ইন্টারনেট চলে যাচ্ছে? জেনে নিন গতি বাড়ানোর কৌশল!

দখিনের সময় ডেস্ক: অনেকেই মোবাইলে ইন্টারনেট ব্যবহার করার সময় হঠাৎ করেই দেখেন, নেটওয়ার্ক চলে গেছে। আশেপাশের অন্যরা নির্বিঘ্নে ইন্টারনেট ব্যবহার করতে পারলেও আপনার ফোনেই সমস্যা...

Recent Comments