• ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

পাঁচ মাস ধরে বন্ধ শের-ই-বাংলা মেডিক্যালের বার্ন ইউনিট, কেউ জানে না আবার কবে চালু হবে

দখিনের সময়
প্রকাশিত সেপ্টেম্বর ৯, ২০২০, ০৮:০১ পূর্বাহ্ণ
পাঁচ মাস ধরে বন্ধ শের-ই-বাংলা মেডিক্যালের বার্ন ইউনিট, কেউ জানে না আবার কবে চালু হবে
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেক্স:
বরিশালের শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট পাঁচ মাস ধরে বন্ধ রয়েছে । এ ইউনিটে বর্তমানে বেড সংখ্যা ৩২, রয়েছে সব ধরনের লজিষ্টিক সাপোর্টও। তবে নেই, চিকিৎসাসেবা।
গত এপ্রিলে ইউনিটের প্রধান চিকিৎসক এমএ আজাদের মৃত্যুর পর এর কার্যক্রম বন্ধ হয়ে যায়। এতে চরম ভোগান্তিতে পড়েছেন রোগীরা। অর্গানোগ্রাম না থাকলেও ২০১৫ সালে ৮টি শয্যা নিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে বার্ন ইউনিট চালু হয়। দক্ষিণাঞ্চলের অন্য কোনো হাসপাতালেই বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট নেই।
শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের  বার্ন ইউনিটে আগে থেকেই চিকিৎসক সংকট ছিলো। এর উপর গত ২৬শে এপ্রিল ইউনিট প্রধান ডাক্তার এম এ আজাদের মৃত্যু হয়। এরপর থেকেই মূলত বন্ধ হয়ে যায় চিকিৎসা সেবা। এদিকে কবে চালু হবে বরিশালে বিভাগের একমাত্র এই বার্ন ইউনিট তা নিশ্চিত করে বলতে পারেনি কর্তৃপক্ষ। অগ্নিদগ্ধ হয়ে চিকিৎসার অভাবে যেন কেউ মারা না যায় সেই দাবি বরিশালবাসীর।
বরিশাল অঞ্চলে আগুনে দগ্ধ কিংবা এসিডে আক্রান্ত রোগীরা পড়েছেন বিপাকে। অনেক চলে যাচ্ছেন ঢাকায়; শুধু হতদরিদ্ররাই হাসপাতালের সার্জারি ওয়ার্ডে কোনো রকম চিকিৎসা নিচ্ছেন। বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক  ডা. বাকির হোসেন বলেন, বার্ন ইউনিট অবশ্যই প্রয়োজন। ইউনিট আছে এখন ডাক্তার দরকার। জনবল দরকার। জনবল ছাড়া ইউনিট কে চালাবে!