বরিশালে রোগীধরা ৭ দালাল আটক, বিভিন্ন মেয়াদে কারাদন্ড
দখিনের সময়
প্রকাশিত অক্টোবর ৫, ২০২০, ১৫:০০ অপরাহ্ণ
সংবাদটি শেয়ার করুন...
স্টাফ রিপোর্টার:
বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে অভিযান চালিয়ে রোগীধরা ৭ দালালকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। তাদেরকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) সকালে, মহানগর গোয়েন্দা পুলশের একটি দল হাসপাতালের বহির্বিভাগে অভিযান পরিচালনা করে। এসময় ৩ নারীসহ ৭ জনকে আটক করা হয়। এরা হাসপাতাল থেকে রোগীদের বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যাওয়ার কথা বলে প্রতারণা করতো।
জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আলী সুজা আটককৃতদের মধ্যে ২ নারীসহ ৫ জনকে ১ মাস করে কারাদণ্ড এবং ১ নারীসহ দুইজনকে ৭ দিন করে কারাদণ্ড প্রদান করেন। পরে তিনি জানান, এ ধরনের অভিযান অব্যহত থাকবে।