• ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

বন্দুকযুদ্ধে সাবেক ইউপি চেয়ারম্যান নিহত, এরকম আছে আরো অনেক

দখিনের সময়
প্রকাশিত জুলাই ৩০, ২০২০, ০৭:২১ পূর্বাহ্ণ
বন্দুকযুদ্ধে সাবেক ইউপি চেয়ারম্যান নিহত, এরকম আছে আরো অনেক
সংবাদটি শেয়ার করুন...

দখিনের সময় ডেস্ক ‍॥

খুলনার রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোস্তফা কামাল ওরফে মিনা কামাল ওরফে ফাটা কেস্ট (৫৫) র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০জুলাই) ভোরে বাগেরহাট জেলার রামপাল বিদ্যুৎ কেন্দ্রের কাছে খুলনা-মোংলা মহাসড়কের পার্শ্ববর্তী ভেকুটিমারি স্থানে এ ‘বন্দুকযুদ্ধ’ হয় বলে জানিয়েছে র‌্যাব।

জেলা পুলিশের শীর্ষ অস্ত্রধারী সন্ত্রাসীর তালিকায় তার নাম ছিল বলে জানা গেছে। মিনা কামালের বিরুদ্ধে হত্যাসহ ২৫টি মামলা রয়েছে। রূপসার আলোচিত সারজিল ইসলাম সংগ্রাম (২৮) হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামী তিনি।

মোস্তফা কামাল ওরফে মিনা কামালে মতো অনেক সন্ত্রাসী ইউনিয়ন পরিষদে ‘নির্বাচিত’ হবার বিষয়টি দেশব্যাপী ওপেনসিক্রেট বিষয়। এরা একদিকে জনগনের জন্য সরকারী বরাদ্ধ অর্থ লুটে খাচ্ছে, অপরদিকে মানুষের উপর নানান ধরনের জুলুম অত্যাচার চালায়। এদের অনেকে আবার মাদক ব্যবসার সাথেও জড়িত। এদের অপকর্মের খেসারত দিতে হয় সরকারকে।

# ইউপি চেয়ারম্যান-মেম্বারের ছদ্মাবরণে সন্ত্রীদের তথ্য দিতে পারেন। ই-মেইল: dokhinersomoy@gmail.com ফোন: 017110299 74, 01931847020