• ১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

পাল্টেগেছে কৃষির ধরণ, বদলে যাচ্ছে কৃষক শ্রেণী

দখিনের সময়
প্রকাশিত ডিসেম্বর ৮, ২০২৪, ০৮:৩৭ পূর্বাহ্ণ
পাল্টেগেছে কৃষির ধরণ, বদলে যাচ্ছে কৃষক শ্রেণী
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় রিপোর্ট:
ছবির এই স্থানটি বরিশাল সদর উপজেলার ধর্মাদী গ্রামের। কৃষি জমিতে কর্মরতরা ছাত্র। লেখাপড়ার পাশাপাশি তারা বেশ কয়েক বছরধরে কৃষিতে নিয়োজিত। এদের কৃষি গ্রুপে অন্তত ১৫ জন সদস্য আছেন। লেখা পড়ার অবসরে এদের কৃষিতে হাতে খড়ি হয়েছে মাছ চাষ দিয়ে। মাছ চাষের সাফল্যে উৎসাহিত হয়ে তারা সবজী চাষে নিয়োজিত হয়েছেন বলে জানাগেছে।
এদিকে স্থানীয় কৃষকদের সঙ্গে আলাপ করে জানাযায়, কৃষি বিভাগের কর্মকর্তারা অতীতের যেকোন সময়ের চেয়ে অধিক সক্রিয়। কেউ কেউ আবার বলছেন, কোনকানো কৃষি কর্মকর্তা কৃষকদের সাথে আপনজনের মতো মিশে যান। ফলে তাদের পরামর্শ সহজেই গ্রহন করে সনাতনী ও আধুনিক কৃষকরা ।
স্মরণ করা যেতেপারে, কৃষি প্রধান এই দেশে এক সময় কৃষি ছিলো প্রধানত অবহেলিত শ্রেনীর পেশা। আর তাদের কষ্ট ছিলো বারো মাস!। কৃষি শ্রমিকরা তো ছিলো অনেকটাই অচ্ছুত। এমন কী, ‘চাষা’ বলে গালি দেবার রেওয়াজও চালু ছিলো কৃষি নির্ভর এই দেশে। কিন্তু যুগ বদলের ধারায় সীমিত পর্যায়ে হলেও আধুনিকতার ছোয়া লেগেছে কৃষিতে। আর এই কাজে সম্পৃক্ত হচ্ছে শিক্ষিত শ্রেনী।
সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে, ছাত্ররাও ঝুকছে কৃষিকাজে। লক্ষ্য করা গেছে, এক সময় যে ছাত্ররা রাজনীতির গিনিপিগ ছিলেন তাদের অনেকেই কৃষিকে সম্পৃক্ত হয়েছেন। কৃষি পর্যক্ষেকরা বলছেন, ৫ আগস্টের পর রাজনীতির মাঠ গরম করার অপকর্মে ছাত্রদের ব্যবহার হ্রাস পাওয়ার নানান সুফলের একটি হচ্ছে ছাত্রদের কৃষিকাজের প্রবনতা বৃদ্ধি পাওয়া।

ধর্মাদীর কৃষি খামারে জনপ্রিয় কৃষি কর্মকর্তা কেয়া