Home জাতীয় বাঁধের উচ্চতা হবে ১৮ ফুট: পানি সম্পদ প্রতিমন্ত্রী

বাঁধের উচ্চতা হবে ১৮ ফুট: পানি সম্পদ প্রতিমন্ত্রী

ইয়াছিনুল ঈমন, ভোলা থেকে:
জলবায়ুর পরিবর্তনে ভোলাসহ উপকূলে জলোচ্ছ্বাস হচ্ছে, তাই তড়িঘড়ি করে নয় দীর্ঘমেয়াদী পরিকল্পানা নেয়া হবে। পুরানো বাঁধের উচ্চতা ১২ ফুটের পরিবর্তে ১৮ ফুট উচ্চতা করার চিন্তা করা হচ্ছে। এজন্য সমীক্ষা করার নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল অব: জাহিদ ফারুক।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে, ভোলার ইলিশা থেকে স্পিডবোট যোগে কাচিয়া, ধনিয়া, শিবপুর, দৌলতখান উপজেলার চৌকিঘাট, বোরহানউদ্দিন উপজেলার হাকিমউদ্দিন, তজুমদ্দিন উপজেলার ইন্দ্রনারায়নপুর, গুরিন্দাবাজার, দাসেরহাট, চাঁচড়া, লালমোহন উপজেলার ফাতেমাবাদ, চাঁদপুর, নতুনবাজার, চরফ্যাশন উপজেলার বেতুয়া, কাশেমমিয়া ঘাট এলাকার ক্ষতিগ্রস্ত বাধেঁর অবস্থা পরিদর্শনকালে এ কথা জানান তিনি। এসময় প্রতিমন্ত্রী বলেন, বাঁধ নির্মাণে কোন অনিয়ম মানা হবে না। অনিয়ম হলে তা তুলে ধরতে সাংবাদিকদের অনুরোধ জানান পানি সম্পদ প্রতিমন্ত্রী।
পরিদর্শনকালে ইলিশা লঞ্চঘাট, দৌলতখান, লালমোহন ও চরফ্যাশনে পৃথক কয়েকটি পথ সমাবেশে বক্তব্য রাখেন জাহিদ ফারুক। এসময় উপস্থিত ছিলেন ভোলা-৪ আসন সংসদ সদস্য সাবেক উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব, ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন, ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল, জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারাসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
জলবায়ু পরিবর্তেনের কারণে চলতি মাসে ৫ আগষ্ট ১১৫ সেন্টিমিটার ও ২০ আগষ্ট বিপৎসীমার ১১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত মেঘনা নদীর জোয়ারের পানিতে জলোচ্ছ্বাসের সৃষ্টি হয়। পাউবো’র সূত্র জানায়, জেলায় ৩৫১ কিলোমিটার বাঁধের মধ্যে মাত্র ৩৩ কিলোমিটার বাঁধ সিসি ব্লকের আওতায় এসেছে। এরমধ্যে কাজ সম্পন্ন হয়েছে মাত্র সাড়ে ২৮ কিলোমিটার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

উপজেলা নির্বাচনের ২৬ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী

দখিনের সময় ডেস্ক: উপজেলা পরিষদের প্রথম ধাপের নির্বাচনে সাতজন চেয়ারম্যান, নয়জন ভাইস চেয়ারম্যান এবং ১০ জন মহিলা ভাইস চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। এই সংখ্যা...

বাউফলে পুলিশ সদস্যর মৃত্যু

নয়ন সিকদার, বাউফল থেকে: পটুয়াখালীর বাউফলে হার্ট অ্যাটাকে মো. শাহআলম খান (৫৮) নামের এক পুলিশ সদস্যর মৃত্যু হয়েছে। তিনি রাজধাণীর গুলশানে পুলিশের গোয়েন্দা শাখায় কর্মরত...

কাদের ভাই বলতেন, এখনো সময় হয় নাই

বলা প্রয়োজন, ওবায়দুল কাদেরের প্রতি প্রধানমন্ত্রীর বিশ্বাসের ভিত্তি নিশ্চয়ই একদিনে সৃষ্টি হয়নি। এ প্রসঙ্গে ওয়ান ইলেভেনের সেই সময়কার পরিস্থিতিতে ওবায়দুল কাদেরের ভূমিকা অনেকেরই স্মরণে...

বেনজীর ও তাঁর পরিবারের দুর্নীতি তদন্তে দুদকের কমিটি গঠন

দখিনের সময় ডেস্ক: পুলিশের সাবেক মহাপরিচালক (আইজিপি) বেনজীর আহমেদ ও তাঁর পরিবারের দুর্নীতি তদন্তে কমিটি গঠন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এর আগে, পুলিশের সাবেক...

Recent Comments