• ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

বিএমপি আসলেই মানবিক পুলিশ, হ্যাকারের কবল থেকে মুক্ত হয়ে সুমাইয়া

দখিনের সময়
প্রকাশিত জুলাই ২৮, ২০২০, ০৬:৫৭ পূর্বাহ্ণ
বিএমপি আসলেই মানবিক পুলিশ, হ্যাকারের কবল থেকে মুক্ত হয়ে সুমাইয়া
সংবাদটি শেয়ার করুন...

দখিনের সময় ডেস্ক ‍॥

হ্যাকের তান্ডব মূর্তমান এক আতংকের বিষয়ে পরিনত হয়েছে। এ অবস্থায় অনেকেই হাল ছেড়ে দেন। কিন্তু হাল ছাড়েননি ‘অদম্য’ সুমাইয়া ফারহা। এবং তিনি ফিরে পেয়েছেন। এ ক্ষেত্রে অসাধ্য সাধন করেছে বরিশাল মেট্রোপলিটান পুলিশ, বিএমপি।

পুরো বিষয়টি তুলে ধরতে গিয়ে সুমাইয়া ফারহা তার ফেইসবুক ওয়ালে লিখেছেন, “আমার নাম সুমাইয়া ফারহা, ছোটবেলা থেকে স্বপ্ন লেখাপড়ার পাশাপাশি পরিশ্রমী হয়ে সৎ উপার্জনের অর্থে পরিবারের জন্য কিছু একটা করবো পাশাপাশি জনসাধারণের জন্য সোশ্যাল মিডিয়ায় ভালো কিছু প্রোডাক্ট সাশ্রয়ী দামে বিক্রয় সেবা দানে নিয়োজিত রাখবো। অক্লান্ত পরিশ্রমে দীর্ঘদিন প্রচেষ্টার ফলে ক্রেতাদের কাছে আস্থাশীল হয়ে বিজনেস দাঁড় করালাম। হঠাৎ আমার স্বপ্নে আঁধার নেমে আসে।

গত ৬-৭-২০২০ তারিখ, রাত ১১:৩০ ঘটিকায় আমার ফেসবুক আইডি, বিজনেস পেইজ, এবং গ্রুপ হ্যাক হয়ে যায়। এ অবস্থায় আমি পরদিন ৭ জুলাই সকালে বরিশাল কোতোয়ালি থানায় জিডি করি। তদন্তকারী কর্মকর্তা এসআই জনাব রুম্মান স্যারের সহায়তায় বিএমপি আইসিটি এন্ড মিডিয়া সেল যোগাযোগ করলে, বিএমপি আইসিটি এন্ড মিডিয়া অফিসার জনাব মোঃ ওবায়দুল হক এর নির্দেশনা অনুযায়ী অভিভাবকসহ বরিশাল মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার এ উপস্থিত হই। আইডি, গ্রুপ এবং পেইজ রিকভারি করার জন্য, হ্যাকারের অপতৎপরতায় তাৎক্ষণিক রিকোভারীর যথেষ্ট প্রমাণ না থাকা সত্বেও জনাব ওবায়দুল হক আইডি রিকোভার’র নিরলস ও সর্বোচ্চ চেষ্টায় গত ২৩ জুলাই রাত ১২ ঘটিকায় বিজনেস পেইজ, আইডি এবং গ্রুপ ব্যাক পেতে সক্ষম হই।

আমার আইডিঃ https://www.facebook.com/sumaaiya.farha11
গ্রুপঃ https://www.facebook.com/groups/2764001740284967/?ref=share
পেজঃ https://www.facebook.com/sparklybeauty.27/

হ্যাকার আমার অজান্তে আমার আইডি ব্যবহার করে বিভিন্ন ভাবে প্রতারণার ফাঁদ পেতে অনেককেই অযাচিত মেসেজ করেছে এবং মোটা অংকের টাকা লুফে নিয়েছে। আমি দুশ্চিন্তা আর হতাশায় নাওয়া খাওয়া ঘুম হারাম করে ফেলি। আইডি উদ্ধার সম্পন্ন হওয়ার পূর্ব পর্যন্ত বহুবার ফোনে জ্বালাতন করেছি বিনিময়ে স্বান্তনা, আশাবাদী মেসেজ ছাড়া কোন বিরক্তি প্রকাশ করেননি।

সত্যি আমি কৃতজ্ঞ, বিএমপি আসলেই মানবিক পুলিশ। আমি সহ আমার পরিবারের সকলেই মাননীয় বিএমপি কমিশনার মহোদয়ের জন্য দোয়া করি ।”