• ১৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৩রা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

সারসোতে বিভিন্ন পদে চাকরির সুযোগ, বেতন হবে ডলারে

দখিনের সময়
প্রকাশিত ডিসেম্বর ১৪, ২০২৪, ১৬:১০ অপরাহ্ণ
সারসোতে বিভিন্ন পদে চাকরির সুযোগ, বেতন হবে ডলারে
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) এর অঙ্গ প্রতিষ্ঠান সাউথ এশিয়ান রিজিওনাল স্ট্যান্ডার্ডস অর্গানাইজেশন (সারসো) সম্প্রতি বিভিন্ন ক্যাটাগরির পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ৫টি পদে মোট পদে কর্মী নিয়োগ করবে। আগ্রহী প্রার্থীরা সরাসরি বা ডাকযোগে আবেদন পাঠাতে পারবেন।
পদসংখ্যা এবং যোগ্যতা
. সিনিয়র ফিন্যান্স অফিসার
পদসংখ্যা: ১, যোগ্যতা: এমকম/এমবিএ ডিগ্রি এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে বছর অভিজ্ঞতা, বাজেটরি কন্ট্রোল ফান্ড রিলিজ সম্পর্কে জ্ঞান থাকতে হবে,বয়স: সর্বোচ্চ ৩৫ বছর,বেতন: ২৬৫৩৪০ মার্কিন ডলার
. এমআইএস অফিসার কাম পিএস টু ডিজি
পদসংখ্যা: , যোগ্যতা: কম্পিউটার সায়েন্স/ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এমএস/এমএসসি ডিগ্রি, ডাটাবেস সিস্টেম ওয়েবসাইট ম্যানেজমেন্টে বছরের অভিজ্ঞতা।, বয়স: সর্বোচ্চ ৩৫ বছর, বেতন: ২৬৫৩৪০ মার্কিন ডলার
. অফিস অ্যাসিস্ট্যান্ট
পদসংখ্যা: , যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি, কম্পিউটার টাইপিংয়ে দক্ষ।, বয়স: সর্বোচ্চ ৩৫ বছর, বেতন: ২০৩২৬৮ মার্কিন ডলার
. রিসিপশনিস্ট
পদসংখ্যা: , যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি, কম্পিউটার টাইপিংয়ে দক্ষ।, বয়স: সর্বোচ্চ ৩৫ বছর, বেতন: ২০৩২৬৮ মার্কিন ডলার
. পিয়ন/এমএলএসএস
পদসংখ্যা: , যোগ্যতা: এসএসসি বা সমমান পাস।, বয়স: সর্বোচ্চ ৩৫ বছর, বেতন: ১৩০১৬০ মার্কিন ডলার
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার সনদসহ প্রাসঙ্গিক কাগজপত্র এবং দুই কপি পাসপোর্ট সাইজ ছবি dg@sarso.org মেইল করতে হবে।
আবেদনের সময়সীমা: ১০ জানুয়ারি, ২০২৫ পর্যন্ত।