• ৩০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৬ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

চাঁবিপ্রবিতে ১৫ পদে চাকরির সুযোগ!

দখিনের সময়
প্রকাশিত মার্চ ২৬, ২০২৫, ১৬:৪২ অপরাহ্ণ
চাঁবিপ্রবিতে ১৫ পদে চাকরির সুযোগ!
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চাঁবিপ্রবি) ১৫টি স্থায়ী পদে জনবল নিয়োগ দেওয়া হচ্ছে। নারী-পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন। কর্মস্থল চাঁদপুরেই নির্ধারিত থাকবে। আবেদন করতে হলে নির্দিষ্ট ফরম পূরণ করে ৩০০×৩০০ সাইজের ছবি ও ৩০০×৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে সংযুক্ত করতে হবে। আবেদন ফি পদভেদে ৫০-২০০ টাকা পর্যন্ত নির্ধারিত হয়েছে, যা অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে জমা দিতে হবে।
আগ্রহীরা ১০ এপ্রিল ২০২৫ রাত ১১:৫৯ মিনিটের মধ্যে অনলাইনে আবেদন জমা দিতে পারবেন। যারা স্থায়ী চাকরির খোঁজ করছেন, তাদের জন্য এটি ভালো সুযোগ। সময়সীমা শেষ হওয়ার আগেই প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করে আবেদন সম্পন্ন করুন!