ওয়ালটনে কল সেন্টার এক্সিকিউটিভ পদে নিয়োগ, অভিজ্ঞতা না থাকলেও আবেদন সম্ভব!
দখিনের সময়
প্রকাশিত মার্চ ২৮, ২০২৫, ১৬:৫০ অপরাহ্ণ
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি ‘কল সেন্টার এক্সিকিউটিভ’ পদে ২০ জন নতুন কর্মী নিয়োগ দিচ্ছে। এ পদে আবেদন করতে অভিজ্ঞতা বাধ্যতামূলক নয়, তবে এক থেকে দুই বছরের অভিজ্ঞতা থাকলে তা বিবেচনা করা হবে। শিক্ষাগত যোগ্যতা হিসেবে স্নাতক হতে হবে, এবং বয়সসীমা ২০ থেকে ৩০ বছরের মধ্যে থাকতে হবে। প্রার্থীরা ঢাকা (মিরপুর) কর্মস্থলে কাজ করবেন।
এই পদের জন্য বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে এবং নিয়োগপ্রাপ্ত কর্মীদের প্রতিষ্ঠান অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে। চাকরি চুক্তিভিত্তিক হবে। আগ্রহীরা ওয়েব লিংকের মাধ্যমে আবেদন করতে পারবেন, তবে আবেদনের শেষ তারিখ ৫ এপ্রিল ২০২৫।