হোয়াটস এ্যাপ আইডি হ্যাক করে প্রতারণা, চাওয়া হয় মোটা অংকের টাকা
প্রকাশিত ডিসেম্বর ২৮, ২০২৪, ১১:২২ পূর্বাহ্ণ

জিডি হাতে মনসুরুল আলম মন্টু

আলম রায়হান:
সাধারণভাবে মনে করা হয়, হোয়াটস এ্যাপ সুরক্ষিত। কিন্তু এটি যে বাস্তবতা নয়, তারই প্রমান মিললো ২৬ ডিসেম্বর ধানমন্ডি থানায় এক জিডির মাধ্যমে। এই জিডি করেছেন বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট লেখক বরিশালের কৃতি সন্তান মনসুরুল আলম মন্টু। জিডি নং-১৫২৬, তারিখ ২৬-১২-২০২৪।
জনানা গেছে, ২৫ ডিসেম্বর বিকেল সাড়ে পাঁচটার দিকে মনসুর আলম তাঁর ০১৮১৯২২০৭৪০ আইডি ব্যবহার করতে ব্যর্থ হন। বিষয়টিকে প্রথমে তিনি টেকনিক্যাল বিপত্তি মনে করেছিলেন। কিন্তু কিছুক্ষণ পরই জানাগেলো, ০১৭৫৭৬৯৬১৩৫ ও ০১৭৫৯২৬২৬০৬ নাম্বার থেকে টেস্ক করে উক্ত নাম্বারে বিকাশে ৬০ হাজার টাকা পাঠাতে অনুরাধ করা হয়। পরে আরো মনসুরুল আলমের ঘনিষ্ট জনদের অনেক নাম্বারে টেক্স করে বিভিন্ন অংকের টাকা চাওয়া হয়েছে। টাকা চাইবার এই টেস্ক বিশ্বাসযোগ্য করার কৌশল অবলম্বনের পাশাপাশি প্রায় ক্ষেত্রেই সম্বোধনও যথাযথ ছিলো।
এদিকে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নানান অপরাধের সঙ্গে ডিজিটাল প্রতারক চক্র সম্প্রতি অধিকতর সক্রিয় হয়েছে। এরা নানান কৌশলে প্রতারণার পাশাপাশি বিশিষ্ট ব্যক্তিদের হোয়াটস এ্যাপ নাম্বার হ্যাগ করে টাকা চাচ্ছে।
রাপত্তা বাড়ানোর সঙ্গে সাংবাদিকদের সম্পর্ক কী..?
Post Views:
০