• ৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

শহীদ পরিবার ও আহতদের আজীবন পুনর্বাসন করা হবে: নাহিদ

দখিনের সময়
প্রকাশিত জানুয়ারি ৬, ২০২৫, ১৮:০৭ অপরাহ্ণ
শহীদ পরিবার ও আহতদের আজীবন পুনর্বাসন করা হবে: নাহিদ

ফাইল ফটো

সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম জানিয়েছেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে জুলাই গণঅভ্যুত্থান অধিদফতর করা হচ্ছে। এর অধীনে জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহতদের আজীবন সহায়তা ও পুনর্বাসন করা হবে।  আজ সোমবার (৬ জানুয়ারি) রেল মন্ত্রণালয়ে তিন উপদেষ্টার সঙ্গে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানান উপদেষ্টা।
তথ্য উপদেষ্টা বলেন, ৮২৬ শহীদ পরিবার ও ১১ হাজার আহত এখন তালিকাভুক্ত হয়েছে। আগামী ৩১ জানুয়ারির মধ্যে তালিকাভুক্ত হওয়ার সুযোগ রয়েছে। এরপর আর আবেদন নেয়া হবে না বলে জানান তিনি। নাহিদ ইসলাম বলেন, শহীদ পরিবার ও আহতদের জন্য ৬৩৭ কোটি ৮০ লাখ টাকা অর্থ সহায়তা দেয়ার সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে প্রথম ধাপে জানুয়ারি মাসে ২৩২ কোটি ৬০ লাখ টাকা দেয়া হবে।
উপদেষ্টা জানান, আগামী সপ্তাহ থেকে এই অর্থ সহায়তা দেয়া শুরু হবে। বাকি টাকা জুনের মধ্যে দেয়া হবে। তিনি আরও বলেন, পূর্বের ঘোষণা অনুযায়ী শহীদ পরিবার ৩০ লাখ টাকা পাবে। এর মধ্যে ১০ লাখ টাকা থাকবে ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট (এফডিআর) হিসেবে। আহতদের সর্বোচ্চ ৫ লাখ টাকা দেয়া হবে। প্রতি মাসে শহীদ পরিবার ও আহতরা মাসিক ভাতা পাবে।