• ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

নিজের বিরুদ্ধে অভিযোগ তদন্তের আহ্বান জানালেন টিউলিপ

দখিনের সময়
প্রকাশিত জানুয়ারি ৭, ২০২৫, ০৭:০৫ পূর্বাহ্ণ
নিজের বিরুদ্ধে অভিযোগ তদন্তের আহ্বান জানালেন টিউলিপ
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
দুর্নীতি নিয়ে ব্যাপক চাপের মুখে অবশেষে তদন্তের আহ্বান জানালেন ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী ও বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনের মেয়ে টিউলিপ সিদ্দিক। সোমবার (৬ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে একাধিক ব্রিটিশ গণমাধ্যম। জানা যায়, তদন্ত করবে মন্ত্রী-আমলাদের দুর্নীতি ও আচরণবিধি লঙ্ঘন সংক্রান্ত অভিযোগ তদন্তের দায়িত্বে থাকা সরকারের নৈতিক ইস্যু বিষয়ক উপদেষ্টাদের একটি স্বাধীন দল।
সোমবার এক সংবাদ সম্মেলনে ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার বলেন, সময়োপযোগী ও সঠিক সিদ্ধান্ত নিয়েছেন টিউলিপ। তিনি আরও বলেন, টিউলিপ এবং তদন্ত প্রক্রিয়ার ওপর তার সম্পূর্ণ আস্থা রয়েছে। ২০০৪ সালে আওয়ামী লীগের ঘনিষ্ঠ আবাসন ব্যবসায়ী আব্দুল মোতালিফের কাছ থেকে বিনামূল্যে একটি ফ্ল্যাট নেন টিউলিপ সিদ্দিক। তবে দুবছর আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিনামূল্যে ফ্ল্যাট পাওয়ার কথা অস্বীকার করেছিলেন টিউলিপ। এমনকি এ নিয়ে রিপোর্ট করলে সাংবাদিকদের আইনি ব্যবস্থা নেয়ার হুমকি দিয়েছিলেন তিনি। সম্প্রতি এসব নতুন করে সামনে আসায় তার ওপর বাড়ছে রাজনৈতিক চাপ।