• ৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৩শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

বিএনপির উল্টা সুর, বাতিল চায় না সংবিধানের ৭০ অনুচ্ছেদ

দখিনের সময়
প্রকাশিত জানুয়ারি ৫, ২০২৫, ০৭:৩৮ পূর্বাহ্ণ
বিএনপির উল্টা সুর, বাতিল চায় না সংবিধানের ৭০ অনুচ্ছেদ
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
বিএনপি সংবিধানের ৭০ অনুচ্ছেদ বাতিল চায় না। এ প্রসঙ্গে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন,   সংবিধানের অনুচ্ছেদ ৭০ বাতিল হলে প্রার্থী কেনাবেচার হিড়িক শুরু হবে। এতে স্বাভাবিক নির্বাচনের পথে বাধা সৃষ্টি হবে বলে মন্তব্য করেন তিনি।
শনিবার (৪ জানুয়ারি) রাতে জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজনে রাজধানীর বিভিন্ন এলাকায় দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ শেষে এই মন্তব্য করেছেন রুহুল কবির রিজভী। নির্বাচনের কথা বললেই অনেকে রাগান্বিত হচ্ছেন উল্লেখ করে তিনি বলেন, যত দ্রুত সম্ভব জনগণের অধিকার জনগণকে বুঝিয়ে দিতে হবে নির্বাচনের মাধ্যমে। এ সময় তিনি সংবিধান সংস্কার প্রসঙ্গে বলেন, হাসিনা সকল ক্ষমতা দীর্ঘায়িত করতে সংবিধানে যে পরিবর্তন এনেছিল সেগুলোর সংস্কার করা যেতে পারে, কিন্তু আর্টিকেল ৭০ বাতিল করা এই মুহূর্তে উচিত হবে না।