• ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

মাইনাস টু ফর্মুলার আশা কখনও পূরণ হবে না, বললেন আমীর খসরু

দখিনের সময়
প্রকাশিত জানুয়ারি ১০, ২০২৫, ১৬:৪৬ অপরাহ্ণ
মাইনাস টু ফর্মুলার আশা কখনও পূরণ হবে না, বললেন আমীর খসরু
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
খালেদা জিয়ার বিদেশ যাওয়াকে কেন্দ্র করে অনেকেই মাইনাস টু ফর্মুলার কথা বলছেন। এটা তাদের মনগড়া কথা। সেই আশা কখনোই পূরণ হবে না। কারণ বর্তমানে বিএনপি অনেক বেশি শক্তিশালী দলে পরিণত হয়েছে— এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার (১০ জানুয়ারি) দেশে ফেরা বিএনপির কয়েকজন নেতাকর্মীকে নিয়ে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানাতে গিয়ে এ কথা বলেন তিনি।
আমীর খসরু মাহমুদ চৌধুরী। বলেন, সংস্কারের প্রথম ধাপ হচ্ছে নির্বাচন। গণতন্ত্রকে ফেরাতে নির্বাচনের বিকল্প নেই। এর মাধ্যমেই গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হবে। বিএনপির এই নেতা আরও বলেন, এই আন্দোলন একদিনে হয়নি। বিদেশে থেকেও নেতাকর্মীরা আন্দোলনে সোচ্চার ছিলেন এবং জনমত তৈরি করেছেন। দেশে তাদের পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ত্যাগ ভোলার মতো নয়।