দখিনের সময় ডেস্ক:
বরিশাল মহানগরীর করিম কুটি এলাকায় মো. রাজিব (৪০) নামের আওয়ামী লীগের এক নেতাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। ঘটনার পর তাঁকে গুরুতর অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত পৌনে ১১টায় দুজন ব্যক্তি তাঁকে কুপিয়ে আহত করে। মো. রাজিব বরিশাল মহানগরের ২১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং বরিশাল আওয়ামী লীগের সাবেক সাংসদ কর্নেল জাহিদ ফারুকের অনুসারী।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে পারিবারিক কাজে করিম কুটির এলাকায় যান রাজিব। রাত পৌনে ১১টায় ফেরার পথে দুজন ব্যক্তি তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রাস্তার ওপর ফেলে রেখে যায়। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে শের-এ-বাংলা মেডিকেল কলেজ নিয়ে এসে ভর্তি করেন। অবস্থা গুরুতর হওয়ায় রাতে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়। রাজিবের বোন নাসরিন বেগম বলেন, ‘ওর (রাজিব) দুই হাতে ও পায়ে কোপ দেওয়া হয়েছে। বর্তমানে সে ঢাকার এভার এইড হাসপাতালে ভর্তি রয়েছে। কিছুক্ষণের মধ্যেই তার ক্ষতস্থানে অস্ত্রোপচার করা হবে।’
বিষয়টি নিশ্চিত করে বরিশাল কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের কোপ রয়েছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এ ব্যাপারে থানায় এখনও কোনো মামলা দায়ের করা হয়নি।
Post Views:
০