ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার জাহানপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে কাদিরের স্ত্রী লিমা বেগমকে পিটিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। গত ২৪ সেপ্টেম্বর ২০২৫ (বুধবার) রাত ১১টায় কাদিরের বসত ঘরে হত্যার ঘটনা ঘটে। আবুল কালাম বয়াতির ছেলে কাদিরের বিরুদ্ধে তার স্ত্রী লিমাকে হত্যার অভিযোগ করেন নিহতের মা নুরজাহান বেগম।
নিহতের মা একই উপজেলার মিয়াজানপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সামরাজ এলাকার। পাটোয়ারী বাড়ীর নুরজাহান বেগম অভিযোগ করে বলেন, গত ৩ বছর আগে শরিয়াহ্ মোতাবেক একই উপজেলার জাহানপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে কাদিরের সাথে তার মেয়ে লিমার বিবাহ হয়। বিবাহের পর থেকে তাদের কাছ থেকে যৌতুক দাবী করেন কাদির। মেয়ের জামাই কাদিরের দাবী মোতাবেক একাধিকবার যৌতুকের টকা পরিশোধ করেন তারা। ফের যৌতুকের টাকার জন্য তার মেয়ে লিমার ওপর অমানুষিক নির্যাতন চালায় কাদির।
একপর্যায়ে তার মেয়ে লিমাকে পিটিয়ে গুরুতর আহত করে ঘরে আটকিয়ে রাখেন তার মেয়ের জামাই কাদিরসহ তার পরিবার। কিছুক্ষণ পরে তার মেয়ের মৃত্যু হয়েছে বলে খবর পায় তারা। ঘটনাস্থলে শশীভূষন থানা পুলিশ পৌছায়। লিমার মরদেহ পোস্টমর্টেম করা হয়। মরদেহ দাফনের আগে গোসল করানোর সময় শরীরে একাধিক আঘাতের চিহ্ন দেখেন তারা। শশিভূষণ থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি বলে জানান তিনি।
অন্যদিকে অভিযুক্ত কাদিরের কাছে হত্যার ঘটনার বিষয়ে জানতে চাইলে তাকে খুঁজে পাওয়া যায়নি। এঘটনায় শশীভূষন থানার অফিসার ইনচার্জ মোঃ তারিক হাসান রাসেল জানান, পোস্ট মর্টেমের রিপোর্ট আসলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।