Home অন্যান্য অপরাধ ও দূর্নীতি কড়াপুরে মাদক কারবারী সজীবকে ঘিরে নানান প্রশ্ন ঘনীভূত, ডিবি পুলিশের উপর...

কড়াপুরে মাদক কারবারী সজীবকে ঘিরে নানান প্রশ্ন ঘনীভূত, ডিবি পুলিশের উপর আস্থায় ফাটল!

আলম রায়হান
বরিশাল সদর উপজেলার ১নং রায়পাশা-কড়াপুর ইউনিয়নের মাদক কারবারী সজীবকে ঘিরে নানান প্রশ্ন ঘনীভূত হয়েছে। পপুলার স্কুল এলাকার এই মাদক কারবারী সজীব ২২ জুলাই রাতে গোয়েন্দা পুলিশের সাড়াসী অভিযানে আটক হবার পরদিনই কিভাবে ছাড়া পেলো? এ নিয়ে এলাকায় দেখা দিয়েছে নানান প্রশ্ন। এ ঘটনায় বিএমপির গোয়েন্দা পুলিশের উপর সৃষ্ট আস্খায়ও চীড় ধরে বলছেন কেউ কেউ।
গত ২২ জুলাই রাতে বিএমপি’র গোয়েন্দা পুলিশের শক্তিশালী এক অভিযানে পপুলার এলাকার দুই মাদক কারবারী মো: মিঠু ও সজীব ধরা পড়ে। তবে এ অভিযানের মূল টার্গেট রিয়াজ সর্দার ধরা পড়েনি। সূত্র বলছে, পুলিশি ফাঁদে খুব কাছে এসেও আটককৃত মিঠুর ‘মিসকল সিগনালে’ সটকে পড়ে রিয়াজ। এরপরও গোয়েন্দা পুলিশের এই অভিযান এলাকায় বিশেষ আস্থা সৃষ্টি করেছিলো। কিন্তু এক দিনের মধ্যেই গোয়েন্দা পুলিশের হাতে ধরাপড়া সজীব মুক্তি পাওয়ায় গোয়েন্দা পুলিশের উপর ‍ঐ এলাকার জনগণ-আস্থার উপর বিরূপ প্রভাব ফেলেছে বলে মন্তব্য অনেকের।
রায়পাশা-কড়াপুর ইউনিয়নে ২২ জুলাই গোয়েন্দা পুলিশের আভিযানের নেতৃত্বে ছিলেন এসআই (গোয়েন্দা) শাখা মো: নজরুল ইসলাম। এ মামলার তদন্তকারী কর্মকর্তা হচ্ছেন এসআই দেলোয়ার। উল্লেখিত অভিযানে তিনজন আটক হলেও মামলা হয়েছে মো: মিঠু হাওলাদার(২২) ও মো: রিয়াজ সরদার(৩৮)-এর বিরুদ্ধে। এরমধ্যে রিয়াজকে পলাতক দেখানো হয়েছে। বিমানবন্দর থানা মামলা নং-০৮, তারিখ: ২২/৭/২০২০।
গোয়েন্দা পুলিশের ২২ জুলাইর অভিযানের মামলায় রহস্যজনক কারণে পপুলার স্কুল এলাকার সজীবকে আসামী করা হয়নি। এ ব্যাপারে একটি সূত্র বলছে, কৌশলগত কারণেই পুলিশ সজীবকে আইনগত ‘ছাড়’ দিয়েছে। তবে তাকে রাখা হয়েছে পূর্ণ নজরদারীতে। এদিকে অপর একটি সূত্র বলছে, রায়পাশা-কড়াপুর ইউনিয়নের মাদক কারবারের গড ফাদারের প্রধান সহকারী হবার কারণেই ‘বিশেষ ব্যবস্থায়’ ছাড় পেয়েছে সজীব। এলাকার সাবেক সর্বহারা নেতা ও বর্তমান জনপ্রতিনিধি বাবার সুবাদে এই গডফাদারের হাত অনেক লম্বা। এই গডফাদারের নামও সজীব। এই গডফাদার মাঝেমধ্যে নিজেকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে পরিচয় দিয়ে থাকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

খালেদা জিয়ার সঙ্গে বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র নেতাদের সাক্ষাৎ

দখিনের সময় ডেস্ক: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে কুশল বিনিময় করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনীর দিবস উপলক্ষ্যে সেনাকুঞ্জে আয়োজিত অনুষ্ঠান...

স্কলারশিপ-এ পাকিস্তানে পড়ার সুযোগ ১০০ বাংলাদেশি, প্রধানমন্ত্রীর অনুমোদন

দখিনের সময় ডেস্ক: বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্কলারশিপের অনুমোদন দিয়েছে পাকিস্তান। দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ স্কলারশিপে ১০০ বাংলাদেশিকে পাকিস্তানে পড়ার সুযোগ দেওয়ার বিষয়টির অনুমোদন দিয়েছেন। সংবাদমাধ্যম...

জনসমর্থন ধরে রাখার চ্যালেঞ্জে বিএনপি

দখিনের সময় ডেস্ক: বিএনপি ও সমমনা দলগুলোর মধ্যে নির্বাচন বিলম্বিত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। এক-এগারোর সরকারের মতো দুই নেত্রীকে মাইনাস করার কোনো কৌশল এ সরকারের...

নতুন সিইসি সাবেক সচিব নাসির উদ্দীন, নিয়োগ পেলেন চার কমিশনারও

দখিনের সময় ডেস্ক: সাবেক সচিব এ এম এম নাসির উদ্দীনকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার (২১ নভেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে...

Recent Comments