সাইফের ওপর হামলার পর সন্তানদের নিয়ে কারিশমার আশ্রয়ে কারিনা
দখিনের সময়
প্রকাশিত জানুয়ারি ১৭, ২০২৫, ১৮:২৬ অপরাহ্ণ
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
মুম্বাইয়ের বান্দ্রা অঞ্চলে একের পর এক তারকাদের বাসায় হামলার ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। বুধবার রাতে সাইফ আলি খানের ওপর ছুরিকাঘাতের ঘটনা আতঙ্ক ছড়িয়েছে তারকাদের মধ্যে। গুরুতর আহত সাইফকে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, তার মেরুদণ্ডের কাছে আঘাত লেগেছে এবং তিনি আইসিইউতে রয়েছেন। সাইফকে দেখতে হাসপাতালে ছুটে আসেন কারিনা কাপুর, সারা আলী খান, ইব্রাহিম আলী খানসহ পরিবারের অন্য সদস্যরা।
এ ঘটনার জেরে দুই সন্তানকে নিয়ে বোন কারিশমা কাপুরের বাড়িতে আশ্রয় নিয়েছেন কারিনা। বান্দ্রার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তারকাদের মধ্যে অসন্তোষ স্পষ্ট। সালমান খানের বাসায় গুলিবর্ষণ এবং এবার সাইফের ওপর ছুরিকাঘাতের ঘটনায় তারকাদের মধ্যে আতঙ্ক আরও বেড়েছে। এ নিয়ে রবিনা ট্যান্ডন, ইমতিয়াজ আলি, কারিশমা কাপুরসহ অনেকে নিরাপত্তা বাড়ানোর দাবি তুলেছেন।
অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। তারকাদের বাসা-বাড়ির নিরাপত্তা জোরদার করার দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। পরিস্থিতি সামাল দিতে প্রশাসন দ্রুত ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছে মুম্বাই পুলিশ।