এবার কক্সবাজার জেলায় কর্মরত এক হাজার ৩৪৭ বেশি পুলিশ সদস্যকে একযোগে বদলি করা হয়েছে। কক্সবাজার জেলা পুলিশকে ঢেলে সাজানোর অংশ হিসেবে এ বদলি করা হয়েছে বলে বলছেন সংশ্লিষ্টরা। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বদলি হওয়া ১৩৪৭ জন কক্সবাজার জেলায় কর্মরত বিভিন্ন থানায় কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।
এদিকে বৃহস্পতিবার(২৪ সেপ্টেম্বর) রাতে কক্সবাজারের ডিবি ও থানাসহ সব পর্যায়ে দায়িত্বে থাকা ৩৪ জন পরিদর্শককে একযোগে বদলি করা হয়। এরমধ্যে জেলার আট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারাও আছেন। বদলি হওয়া সকল পরিদর্শককে আগামী ২৯ সেপ্টেম্বরের মধ্যে তাদের বদলিকৃত রেঞ্জে যোগ দিতে বলা হয়েছে। তবে, তাদের সবাইকে চট্টগ্রাম রেঞ্জের বাইরে পাঠানো হয়েছে। এর আগে পরিদর্শককে বদলির দু’দিন আগে এসপি ও এএসপি পদমর্যাদার আরও ৭ পুলিশ কর্মকর্তাকে বদলি করা হয়। গত ১৬ সেপ্টেম্বর এসপি এবিএম মাসুদ হোসেনকে বদলি করা হয় রাজশাহীতে। পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।
উল্লেখ্য, গেল ৩১ জুলাই তথ্যচিত্র ধারণ শেষে হোটেলে ফেরার পথে কক্সবাজার মেরিনড্রাইভে পুলিশের গুলিতে নিহত হন মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান। এ ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে গ্রেপ্তার করা হয় টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার দাশ এবং পরিদর্শক লিয়াকতকে। আলোচিত এ হত্যাকাণ্ডের ঘটনায় কক্সবাজার জেলা পুলিশের তৎকালীন এসপি এবিএম মাসুদ হোসেনের সঙ্গে একাধিক পুলিশ কর্মকর্তার কথোপকথনের অডিও ফাঁস হলে সমালোচনার শিকার হন তিনি। পরে, মামলা করেন সিনহা রাশেদ খানের বোন। গত ১০ সেপ্টেম্বর এবিএম মাসুদ হোসেনকে হত্যা মামলার আসামি করতে আদালতে আবেদন করেন সিনহা রাশেদের বোন। তবে, আদালত সে আবেদন খারিজ করে দেয়।