• ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

আরও এক বছর প্রতিরক্ষার সিনিয়র সচিব থাকছেন হাসিবুল আলম

দখিনের সময়
প্রকাশিত মে ২৮, ২০২৩, ১৮:৩২ অপরাহ্ণ
আরও এক বছর প্রতিরক্ষার সিনিয়র সচিব থাকছেন হাসিবুল আলম
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
আরও এক বছর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব থাকছেন গোলাম মো. হাসিবুল আলম। তাকে এ পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে রোববার (২৮ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ধারা ৪৯ অনুযায়ী প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব গোলাম মো. হাসিবুল আলমকে তার অবসর-উত্তর ছুটি ও তদসংশ্লিষ্ট সুবিধাদি শর্তে আগামী ৩১ মে অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর মেয়াদে উক্ত সিনিয়র সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো। সরকারি চাকরি আইন, ২০১৮-এর ধারা ৪৯ অনুযায়ী তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। এ চুক্তিভিত্তিক নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলেও উল্লেখ করা হয়েছে।
১৯৮৯ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগ দেন মো. হাসিবুল আলম। সিভিল সার্ভিসের এই কর্মকর্তা সহকারী কমিশনার (ভূমি), সিনিয়র সহকারী কমিশনার, রেভিনিউ ডেপুটি কালেক্টর (এনডিসি), উপজেলা নির্বাহী কর্মকর্তা, অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সর্ম্পক বিভাগের সিনিয়র সহকারী সচিব, পটুয়াখালী জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, অর্থনৈতিক সর্ম্পক বিভাগের যুগ্ম সচিব এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ইন্টারন্যাশনাল ফান্ড ফর অ্যাগ্রিকালচারাল ডেভেলপম্যান্টের (ইফাদ) কান্ট্রি প্রোগ্রাম অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন হাসিবুল আলম। প্রজেক্ট ডিজাইন ও ইমপ্লিম্যান্টেশনের ওপর উল্লেখযোগ্য সংখ্যক বিদেশি প্রশিক্ষণে অংশও নিয়েছেন তিনি।