Home অন্যান্য অপরাধ ও দূর্নীতি বেড়েছে ক্রসফায়ার: অভিযোগ ডাকাতি-ধর্ষণ- মাদক ব্যবসার

বেড়েছে ক্রসফায়ার: অভিযোগ ডাকাতি-ধর্ষণ- মাদক ব্যবসার

দখিনের সময় ডেস্ক ‍॥

জুলাই মাসে ক্রসফায়ার তথা ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা বেড়েছে। এমনটাই দাবি মানবাধিকার সংস্থাগুলোর। গত মার্চ মাস থেকে করোনাভাইরাসের কারণে অনেক কিছু সীমিতভাবে চললেও কমেনি ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা। মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের তথ্য অনুযায়ী, জুলাই মাসের ২৬ তারিখ পর্যন্ত বাংলাদেশে কথিত ‘বন্দুকযুদ্ধে’ ৩৬ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। খবরসূত্র: বিবিসি।

সবচেয়ে বেশি কথিত ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটেছে কক্সবাজারে। গত একমাসে এই জেলায় পুলিশ, র‌্যাবের ও বিজিবির সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে অন্তত ১৭ জন, যাদের মধ্যে বেশ কয়েকজন রোহিঙ্গা রয়েছে। আইন ও সালিশ কেন্দ্রের তথ্য অনুযায়ী, জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত বাংলাদেশে পুলিশ, র‍্যাব ও বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মোট ১৪৩ জনের মৃত্যু হয়েছে। অর্থাৎ জুলাই মাসের ২৭ তারিখ পর্যন্ত বন্দুকযুদ্ধে মোট নিহত হয়েছে ১৭৯ জন। এছাড়া নির্যাতনে মৃত্যুর ঘটনাও ঘটেছে। আর আরেকটি মানবাধিকার সংস্থা অধিকারের তথ্য অনুযায়ী, জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছয়মাসে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন মোট ১৪৬ জন।

আইন ও সালিশ কেন্দ্রের জ্যেষ্ঠ উপ-পরিচালক নীনা গোস্বামী বিবিসি বাংলাকে বলছেন, ‘বর্তমানে কোভিড-১৯ পরিস্থিতির কারণে ভার্চুয়াল আদালতে কাজ চলছে, সেখানে মামলা ফাইলিং আর জামিনের কাজগুলো হচ্ছে। অর্থাৎ বিচারের ক্ষেত্রে সাধারণ মানুষ কিন্তু বঞ্চিত হচ্ছে। সেই জায়গাগুলোর সুযোগ নেয়া হচ্ছে কিনা, গবেষণা না থাকায় তা নিশ্চিতভাবে বলা যাবে না। তবে এটা একটা কারণ হয়তো হতে পারে। এদিকে বিবিসি বাংলার পর্যালোচনায় দেখা গেছে, জুলাই মাসে যারা ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন, তাদের বিরুদ্ধে ডাকাতি, ধর্ষণ, মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ ও মামলা রয়েছে। ব্রাহ্মণবাড়িয়ায় ‘বন্দুকযুদ্ধে’ নিহতদের বিরুদ্ধে পুলিশ হত্যায় জড়িত থাকার অভিযোগ রয়েছে।

র‍্যাবের পক্ষ থেকে বিবিসি বাংলাকে জানানো হয়েছে, প্রতিটি বন্দুকযুদ্ধের ঘটনা পরবর্তীতে তদন্ত করে দেখা হয়। বন্দুকযুদ্ধের ব্যাপারে বাংলাদেশ পুলিশের মুখপাত্র, পুলিশ সদর দপ্তরের এআইজি মোঃ সোহেল রানা বিবিসি বাংলাকে বলেছেন, ‘আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন কর‌তে গি‌য়ে কিংবা অভিযান পরিচালনা কর‌তে গি‌য়ে হতাহতের ঘটনা ঘট‌তে পা‌রে।এক্ষেত্রে পুলিশ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দি‌কে যেমন হতাহতের ঘটনা ঘটে তেমনি অপরাধী বা সন্ত্রাসী‌দের দি‌কেও হতাহতের ঘটনা ঘটতে পা‌রে। আইনশৃঙ্খলা রক্ষা ও জনগ‌ণের সুরক্ষা নিশ্চিত কর‌তে গি‌য়ে পুলিশকে প্র‌য়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ কর‌তে হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

কথা বলতে বলতে স্মার্টফোন গরম হয় কেন? হতে পারে বড় বিপদ

দখিনের সময় ডেস্ক: কথা বলতে বলতে স্মার্টফোন গরম হয় কেন? হতে পারে বড় বিপদ বর্তমানে স্মার্টফোনের ওপর আমরা অনেক বেশি নির্ভরশীল। তবে এটি নিয়ে প্রায়ই আমাদের...

ইনস্টাগ্রামে ফাঁদে পড়ে হারালেন আড়াই কোটি টাকা

দখিনের সময় ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যম হিসেবে ইনস্টাগ্রামের জনপ্রিয়তা বাড়ার সঙ্গে সঙ্গে সাইবার অপরাধীরাও এতে সক্রিয় হয়ে উঠেছে। নানা কৌশলে ব্যবহারকারীদের প্রতারিত করার মাধ্যমে অর্থ হাতিয়ে...

স্ট্যামিনা বাড়াতে কী খাবেন?

দখিনের সময় ডেস্ক: স্ট্যামিনা বলতে বোঝায় দীর্ঘ সময় ধরে চাপযুক্ত কাজ করার শারীরিক ও মানসিক ক্ষমতা। এটি আমাদের শরীরকে যেকোনো কাজ করার জন্য তৈরি রাখে।...

রসালো লেবু চেনার উপায়

দখিনের সময় ডেস্ক: লেবু সম্ভবত সবচেয়ে কম মূল্যের ফলগুলোর মধ্যে একটি। এটি সহজলভ্য, সারা বছর পাওয়া যায় এবং এর অসংখ্য ব্যবহার রয়েছে। ভেবে দেখুন, আমাদের...

Recent Comments