ব্রিটিশ রাজতন্ত্র ১৮৫৮ খ্রিস্টাব্দের আজকের দিনে, ২ আগস্ট, ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে ভারতের শাসনভার আনুষ্ঠানিকভাবে গ্রহণ করে। এর প্রায় ১ শ’ ১৭ বছরের মাথায় ১৯৭৫ সালের ২ আগস্ট পরাজিত শক্তি স্বাধীনতার পক্ষের শক্তির কাজ থেকে ক্ষমতা দখলের প্রায় দোড়গোড়ায় পৌছে যায়। চুড়ান্ত করে ফেলে হত্যালীলার ব্লুপ্রিন্ট।
নানান প্রক্রিয়ায় ১৯৭৫ সালের ১৫ আগস্ট চূড়ান্ত আঘাত হানার ক্ষেত্র প্রস্তুত করা হয়েছিলো। যেধারা শুরু হয়ছে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর, বাংলাদেশের বিজয়ের দিন এবং হানাদার পাকিস্তান বাহিনীর আনুষ্ঠানিক পরাজহয়ের দিনেই। অপশক্তির থিংকট্যান এ বিষয়ে কাজ শুরু করেছিলো ৭১ সালে মহান মুক্তিযুদ্ধ চলাকালেই।
দেশী-বিদেশী চক্রের ষড়যন্ত্র কয়েকধাপ এগিযে নেবার জন্য কুট কৌশলে ৭৪-এর দুর্ভিক্ষ সৃষ্টি করা হয়। একই সময়ে মেজর ফারুক রহমান সে সময়কার ডেপুটি চিফ অফ আর্মি স্টাফ মেজর জেনারেল জিয়াউর রহমানের সাথে ঘনঘন সাক্ষাৎ করতে শুরু করেন। পরবর্তীতে ফাঁস হয়ে যায়, জিয়াউর রহমান মেজর ফারুককে ‘কিছু করার’ পরামর্শ দিয়েছিলন। ১৫ আগস্টের নৃশংসতম ঘটনার প্রকাশ্য নেতৃত্বে ছিলো ফারুক-রশিদ গং। নেপথ্যে মোশতাক-জিয়া চক্র, এ অপশক্তির শেকড় ছিলো আরো গভীরে- এভাবেই লেখা আছে ইতিহাসে।