দুলাভাইয়ের সঙ্গে শালীর সম্পর্ক: ঈদের রাতে খুন হলো মা
দখিনের সময়
প্রকাশিত আগস্ট ৫, ২০২০, ১৪:৪৬ অপরাহ্ণ
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেক্স:
হবিগঞ্জের নবীগঞ্জে ছলেমা বেগম হত্যার রহস্য উন্মোচন করেছে পুলিশ। দুলাভাইয়ের সঙ্গে শারীরিক সম্পর্ক দেখে ফেলায় মা ছলেমা বেগমকে গলাকেটে হত্যা করে মেয়ে ও জামাতা। ছলেমা বেগম শালী-দুলাভাইর শারীরিক সম্পর্কে লিপ্ত অবস্থায় দেখে চিৎকার করেন। এসময় জামাতা মোগল ও ছোট মেয়ে শান্তি তার মুখ চেপে ধরে ঘরে থাকা দা দিয়ে গলাকেটে হত্যা করে।
গত ১ আগস্ট (ঈদের দিন) রাতে এ ঘটনা ঘটে। খুনের ঘটনায় পুলিশ দুই ঘাতকসহ চারজনকে আটক করেছে। আটককৃতদের মধ্যে জামাতা মোগল মিয়া ও মেয়ে শান্তি বেগম হবিগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে।
বুধবার (৫ আগস্ট) হবিগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। পুলিশ সুপার আরও জানান, নবীগঞ্জ উপজেলার করগাঁও গ্রামের হিরন মিয়ার বড় মেয়ে জেসমিন আক্তারের সঙ্গে একই গ্রামের মোগল মিয়ার বিয়ে হয়। জেসমিন জীবিকার তাগিদে সৌদি আরব চলে যান। এরপর থেকে মোগল মিয়া তার শিশুপুত্র ইয়াসিনকে নিয়ে শ্বশুড় বাড়িতে বসবাস করছিলেন। এক পর্যায়ে মোগল মিয়ার সাথে শালিকা শান্তি বেগমের অবৈধ সর্ম্পক গড়ে ওঠে।