দোসরা মার্চ থেকে শুরু হয়েছে রমজান মাস। সে হিসাবে রোববার আরবি শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে এবার রোজা হবে ২৯টি, সেক্ষেত্রে সোমবার বাংলাদেশে অনুষ্ঠিত হবে ঈদুল ফিতর। আর সোমবার শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে ৩০টি রোজা শেষে মঙ্গলবার অনুষ্ঠিত হবে এবারের রোজার ঈদ।
আবহাওয়াবিদরা আগে থেকেই এবারের ঈদে মৃদু তাপপ্রবাহের পূর্বাভাস জানিয়ে আসছিলেন। সে অনুযায়ী বাংলাদেশের ১৫টি জেলায় তাপপ্রবাহ বইতেও শুরু করেছে। শনিবার আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, সোম কিংবা মঙ্গলবার যেদিনই ঈদ হোক না কেন এবার ঈদের দিন সারাদেশে বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই বললেই চলে। তবে তিনি এটিও জানিয়েছেন, ঈদের দিন সিলেট কিংবা চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় খুব সামান্য বৃষ্টিপাত হতে পারে, যা উল্লেখ করার মতো নয়। তিনি জানান, এই সময়ে কালবৈশাখী ঝড় প্রবণতার কারণে স্থানীয়ভাবে বজ্রমেঘ তৈরি হয়। তবে এ নিয়ে আগে থেকে কিছু কিছু বলা যায় না। যে কারণে বজ্রমেঘ তৈরি হয়ে স্থানীয়ভাবে বৃষ্টিপাত তৈরি হতে পারে।