বাজারে স্যামসাং নিয়ে এলো সর্বাধুনিক “বিস্পোক এআই” প্রযুক্তির রেফ্রিজারেটর লাইনআপ। রাজধানীর গুলশান-২-এ র্যাংগস ই-মার্ট স্টোরে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে এই লাইনআপ উন্মোচন করা হয়। অনুষ্ঠানে স্যামসাং ইলেকট্রনিক্স বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক হোয়ানসাং উ, র্যানকন হোল্ডিংস লিমিটেডের এমডি ফারহানা করিম, এবং অন্যান্য বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন।
নতুন এই লাইনআপে রয়েছে চারটি মডেল – জেএন৩১ই১, জেএন৩৫ই১, জেএন৩৫২২ এবং জেএন৪২ই১। আধুনিক এবং প্রিমিয়াম মেটালিক ফিনিশের ফ্ল্যাট দরজাগুলো ঘরের নান্দনিকতা বাড়ানোর পাশাপাশি ব্যবহারকারীদের প্রয়োজন মেটাতে সক্ষম। স্মার্টথিংস এআই প্রযুক্তি রেফ্রিজারেটরের বিদ্যুৎ ব্যবহারের পরিমাণ বিশ্লেষণ করে এবং সেভিং মোড চালু করার পরামর্শ দেয়। স্পেসম্যাক্স প্রযুক্তি ব্যবহারকারীদের জন্য বাড়তি ধারণক্ষমতা নিশ্চিত করেছে, যা বড় বাজার রাখার সুবিধা দেয়।
স্যামসাং ইলেকট্রনিক্সের ব্যবস্থাপনা পরিচালক হোয়ানসাং উ বলেন, “আমাদের এআই-সাপোর্টেড রেফ্রিজারেটরগুলো শুধু বিদ্যুৎ সাশ্রয়ই করে না, বরং কমপ্রেসারের স্থায়িত্বও বাড়ায়।” র্যাংগস ই-মার্টের ডিভিশনাল ডিরেক্টর ইয়ামিন শরীফ চৌধুরী যোগ করেন, “এই রেফ্রিজারেটরগুলো শুধু ঘরের প্রয়োজন মেটাবে না, এটি রুচি ও স্ট্যাটাসের প্রতীক হিসেবেও কাজ করবে।” স্যামসাং ক্রেতাদের সারাদেশের অনুমোদিত বিক্রয়কেন্দ্রে রেফ্রিজারেটরগুলো পরখ করার আমন্ত্রণ জানিয়েছে।