বরগুনার আমতলী উপজেলায় পরকীয়ার সন্দেহে স্বামী মনিরুল ইসলামের হাতে স্ত্রীর মৃত্যু ঘটেছে। নিহত গৃহবধূ তিন্নি (২০) গত ৩ ডিসেম্বর সন্ধ্যায় স্বামীর লাঠির আঘাতে মৃত্যুবরণ করেন। ঘটনার পর পুলিশ অভিযুক্ত স্বামী মনিরুল ইসলামকে গ্রেপ্তার করেছে।
জানা গেছে, মনিরুল ইসলামের সঙ্গে তিন্নির মাত্র আট মাস আগে বিয়ে হয়। কিছুদিন পর থেকেই স্বামী পরকীয়ার অভিযোগে স্ত্রীর প্রতি সন্দিহান হয়ে পড়েন। এর ফলে তাদের মধ্যে প্রায়ই বাকবিতণ্ডা ও অশান্তি চলছিল। মঙ্গলবার বিকেলে আবারো এই বিষয়ে কথা কাটাকাটি হলে, এক পর্যায়ে মনিরুল তিন্নির মাথায় লাঠি দিয়ে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তিন্নিকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার পর মনিরুল হাসপাতালে পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন। আমতলী থানার ওসি আরিফুর রহমান জানিয়েছেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, স্বামী-স্ত্রীর মধ্যে পরকীয়ার কারণে বাকবিতণ্ডার পর এই ঘটনা ঘটে। নিহত তিন্নির মরদেহ ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।