• ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

বিয়ের ৮ মাসেই স্ত্রীর প্রাণ কেড়ে নিলো স্বামী

দখিনের সময়
প্রকাশিত জানুয়ারি ১৭, ২০২৫, ১৭:৪৫ অপরাহ্ণ
বিয়ের ৮ মাসেই স্ত্রীর প্রাণ কেড়ে নিলো স্বামী
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
কক্সবাজারের চকরিয়ায় বিয়ের মাত্র ৮ মাসের মাথায় স্ত্রীর ওপর ছুরিকাঘাত করে হত্যার অভিযোগ উঠেছে স্বামী শওকত হাসান মেহেদীর (২৪) বিরুদ্ধে। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন স্ত্রী উম্মে হাফসার (১৮) মা পারভীন আক্তার (৩৮)। শুক্রবার (১৭ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে চকরিয়া পৌরসভার মজিদিয়া মাদ্রাসা পাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত মেহেদী তার শ্বশুরবাড়িতে এসে এ হামলা চালায়।
নিহতের বাবা আবদুল হামিদ বলেন, “বিয়ের পর থেকেই মেহেদী ও তার পরিবারের সদস্যরা আমার মেয়েকে নির্যাতন করতো। এক মাস আগে নির্যাতনের শিকার হয়ে মেয়ে আমাদের কাছে চলে আসে। শুক্রবার সকালে মেহেদী তাকে ফিরিয়ে নিতে এলে আমরা আত্মীয়দের উপস্থিতিতে বিষয়টি মীমাংসার প্রস্তাব দিই। কিন্তু দুপুরে নামাজের সময় মেহেদী আচমকা এসে আমার মেয়ে ও স্ত্রীকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তুহিকে মৃত ঘোষণা করেন, আর আমার স্ত্রীকে চমেক হাসপাতালে পাঠানো হয়।”
চকরিয়া থানার ওসি মো. মনজুর কাদের ভূঁইয়া জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহত পারভীন আক্তার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। অভিযুক্ত মেহেদীকে গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।