আমির আলী তালুকদারের কিশোরী মেয়ে সুরাইয়াকে প্রেমের বাহানায় নিয়ে ভেগে গেছে প্রতিবেশী গোপাল শীলের ছেলে বাবু শীল। বাবু শীল ইসলাম ধর্ম গ্রহণ করে সুরাইয়াকে বিয়ে করার দাবী করছে। কিন্তু বাস্তব চিত্র ভিন্ন। সূত্র বলছে, মাদক কারবারী বাবু শীলের প্রতারণার ফাঁদে পড়েছে অবুঝ কিশোরী সুরাইয়া। মেয়েদের দিয়ে মাদক ব্যবসায় বিশেষ সুবিধার কথা বিবেচনা করেই প্রেমের ফাঁদ পেতেছিলো বাবুশীল।
বরিশাল সদর উপজেলার ১নং রায়পাশা কড়াপুর ইউনিয়নের রায়পাশা গ্রামে দশ শতাংশ জমি কিনে ছোট একটি ঘর তুলে আমির আলী তালুকদার বসবাস শুরু করেন বেশ কয়েক বছর আগে। কিন্তু তখন তিনি জানতেন না, আসলে হায়নার অরণ্যে প্রবেশ করেছেন। যখন টের পেলেন, ততদিনে তাঁর মেয়ে মাদক কারবারী বাবু শীলের ফাঁদে পড়ে লাপাত্তা। তখন কিছুই আর করার ছিলো না দরিদ্র আমির আলী তালুকদারের। বরং অদৃশ্য এক চাপে বহু কষ্টে ক্রয়করা বসতভিটা ছেড়ে বরিশাল শহরে ভাড়াবাসায় উঠতে হয়েছে। পেট চালাবার জন্য সে এখন নগরীর কসাই মসজিদ সংলগ্ন ফুটপাথের হকার।
এদিকে বাবু শীল কিশোরী সুরাইয়াকে নিয়ে যাবার ঘটনায় এলাকায় চরম ক্ষোভ বিরাজ করছে। এ ঘটনায় মাসখানেক আগে এলাকায় চরম উত্তেজনা দেখাদিয়েছিলো। তখন বিমানবন্দর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ সময় এ এস আই নাজমূল গভীর রাত পর্যন্ত নানান কৌশলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সক্ষম হন বলে সূত্র জানিয়েছে। এ ক্ষেত্রে সেলিম মেম্বার প্রশংসনীয় ভূমিকা পালন করেছেন বলে জানিয়েছেন এলাকাবাসী ও পুলিশ। তবে এখনো তুষের আগুণের মতো চাপা ক্ষোভ বিরাজ করছে। এই ক্ষোভ আরো বেড়েছে সুরাইয়াকে ফেলে বাবু শীল লাপাত্তা হয়ে যাবার খবরে। তাকে এখন আর কেউ খুজে পাচ্ছে না। যদিও তাকে বিমানবন্দর থানা এলাকায় মাঝেমধ্যে দেখা যায় বলে সূত্র জানিয়েছে। সূত্রমতে, গত ৭ আগস্ট বেলা সাড়ে বারোটার দিকে বাবু শীলকে বিমানবন্দর থানার সামনে দেখাগেছে। একই সূত্র বলছে. ২২ জুলাই বিএমপি’র গোয়েন্দা পুলিশের অভিযানের মামলায় পলাতক আসামী রিয়াজ সর্দারের প্রধান এজেন্ট হচ্ছে এই বাবু শীল।
সূত্রমতে, মাদকের চালান বিভিন্ন হট স্পটে পৌছে দেওয়া ছাড়াও থানার সঙ্গে ‘বিশেষ যোগাযোগ’ রক্ষা করা এই বাবু শীলের দায়িত্ব। এই দায়িত্ব পালন করতেই বাবু শীল ৭ আগস্ট বিমানবন্দর থানায় গিয়েছিলো বলে সূত্র জানিয়েছে। একই সূত্রে আরো জানাগেছে, থানা সংলগ্ন বাজার এলাকার এক মুচির মাধ্যমে থানায় সার্বক্ষনিক যোগাযোগ রক্ষা করে এই বাবু শীল। এদিকে এই মুচির ছেলেও গড়িয়ার পাড় এলাকার ইয়াবা বিক্রেতা চক্রের সক্রিয় সদস্য।