• ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

কবিতা কর্ণারঃ “মৃত্যু”- ফারদিন মাহমুদ

দখিনের সময়
প্রকাশিত জুলাই ১৫, ২০২১, ০১:২৮ পূর্বাহ্ণ
কবিতা কর্ণারঃ “মৃত্যু”- ফারদিন মাহমুদ
সংবাদটি শেয়ার করুন...

মৃত্যু

-ফারদিন মাহমুদ


অন্ধকারে হারিয়ে যাচ্ছে,
নতুন ভোরের আলো।
মরণ ব্যাধি বেড়েই চলেছে,
নিথর হচ্ছে দেহ।

মৃত্যুর খবরে দিন শুরু হয়,
ভয় যে লাগে মনে।
বেদনা নিয়ে পথ চলা,
কোন দিন যাই যে চলে।

চলার পথে অন্তিম দেহ,
কাছে ডাকে না কেহ।
শুরু হয়েছে মৃত্যুর মিছিল
মাটির ঘরে দেহ।

মৃত দেহে পচন ধরে,
পচন ধরেছে মনে।
জীবিত থেকে থাকতে হচ্ছে,
জীবন্ত লাশের ঘরে।

সাড়ে তিন হাত মাটির নিচে,
থাকতে হবে জীবনভর।
মাটির ঘরে দেহ থাকলে,
কে বা আপন,কে বা পর?

খোলা বাতাসে ছড়িয়ে গেছে,
মৃত লাশের গন্ধ।
মৃত দেহ অন্ধকারে,
মাটির ঘরে আবদ্ধ।