Home আন্তর্জাতিক ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির জীবনাবসান

ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির জীবনাবসান

দখিনের সময় ডেক্স:
চলে গেলেন ভারতের সাবেক রাষ্ট্রপতি বাংলাদেশের পরম বন্ধু প্রণব মুখার্জি। বাংলাদেশ সময় সন্ধ্যা সোয়া ৬টার দিকে ভারতের দিল্লির আর্মি হসপিটাল রিসার্চ অ্যান্ড রেফারেলে জীবনাবসান হয় তার। করোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৪ বছর। প্রণব মুখার্জির মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রায় তিন সপ্তাহ ধরে দিল্লির সেনা হাসপাতালে চিকিৎসা চলছিলো প্রণব মুখার্জির। সোমবার (৩১ আগস্ট) স্বাস্থ্য বুলেটিনে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছিলো, প্রণব মুখার্জির শারীরিক অবস্থার অবনতি হয়েছে। ফুসফুসের সংক্রমণের কারণে সেপটিক শকে ছিলেন এই সাবেক রাজনীতিক। কিডনির অবস্থার উন্নতি হলেও গভীর কোমায় ছিলেন তিনি। প্রণব মুখার্জিকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছিলো।
গত ৯ই আগস্ট বাড়ির রাথরুমে পড়ে গিয়ে মাথায় আঘাত পান তিনি। তারপর স্নায়ুঘটিত সমস্যা দেখা দেওয়ায়, গত ১০ আগস্ট তাকে দিল্লি ক্যান্টনমেন্টের সেনা হাসপাতালে ভর্তি করা হয়। সেই দিনই মাথায় অস্ত্রোপচার হয় তার। তার আগে পরীক্ষায় তার করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণও ধরা পড়ে।
উল্লেখ্য, ২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত ভারতের ১৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন প্রণব মুখার্জি। গত বছর ভারতের সর্বোচ্চ বেসামরিক খেতাব ভারত রত্নে ভূষিত হন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

কাজের বুয়ার ‍একাউন্টে ১৬ কোটি টাকা, এস আলম গ্রুপের কান্ড

দখিনের সময় ডেস্ক: বিতর্কিত ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপ। গ্রুপটির কর্ণধার মো. সাইফুল আলম ও তার পরিবারের সদস্য এবং তাদের প্রতিষ্ঠানের নামে বিভিন্ন ব্যাংকে বিভিন্ন...

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্যাহ গ্রেফতার

দখিনের সময় ডেস্ক: আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী। বুধবার (১৮ সেপ্টেম্বর) রাতে রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেফতার করা হয়। প্রসঙ্গত, ২০০১...

সীমান্তে আবারও মিয়ানমার থেকে গুলি, টেকনাফে আতঙ্ক

দখিনের সময় ডেস্ক: কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর লক্ষ্য করে মিয়ানমার থেকে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এ গোলাগুলির ঘটনায় গুলি এসে টেকনাফ স্থলবন্দরের একটি পণ্যবাহী ট্রাক ও স্থানীয়...

জাবি’র সাবেক ছাত্রলীগ নেতা শামীমকে মারধর, হাসপাতালে মৃত্যু

দখিনের সময় ডেস্ক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ গণপিটুনির শিকার হয়েছেন। পরে বুধবার (১৮ সেপ্টেম্বর) রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান...

Recent Comments