বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের জনগণ এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে শুভেচ্ছা জানিয়েছেন। বৃহস্পতিবার (২৭ মার্চ) প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে ট্রাম্পের বার্তা প্রকাশ করা হয়, যেখানে তিনি বাংলাদেশের স্বাধীনতা দিবসকে গভীর শ্রদ্ধার সঙ্গে উদযাপন করেছেন। ট্রাম্প বলেন, ‘আমেরিকার জনগণের পক্ষ থেকে আমি বাংলাদেশ ও তার জনগণকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাই। এটি বাংলাদেশের গণতন্ত্র, অর্থনৈতিক অগ্রগতি এবং নিরাপত্তা বৃদ্ধির জন্য একটি নতুন সুযোগ নিয়ে এসেছে।’
বার্তায় ট্রাম্প আরও বলেন, ‘আমরা বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন করতে আগ্রহী। আমি আশাবাদী যে আমরা একসাথে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে আঞ্চলিক নিরাপত্তা এবং অর্থনৈতিক উন্নয়ন আরও ত্বরান্বিত করতে পারব।’ তিনি বাংলাদেশকে এক গুরুত্বপূর্ণ সময়ের মধ্যে দেখছেন, যখন অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে।
স্বাধীনতা দিবস উপলক্ষে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীও বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানিয়ে বলেছেন, ‘এই স্বাধীনতা দিবস বাংলাদেশের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ মুহূর্ত। যুক্তরাষ্ট্র বাংলাদেশের সমৃদ্ধ ও গণতান্ত্রিক ভবিষ্যতের যাত্রায় পাশে থাকবে।’