বাংলাদেশ-চীন সম্পর্কের নতুন দিগন্ত: ৯ চুক্তি ও সমঝোতা
দখিনের সময়
প্রকাশিত মার্চ ২৮, ২০২৫, ১৫:০৪ অপরাহ্ণ
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
বাংলাদেশ ও চীনের মধ্যে অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতাসহ মোট ৯টি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের চার দিনের চীন সফরের তৃতীয় দিনে, শুক্রবার (২৮ মার্চ), এই গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক ও চুক্তিগুলো সম্পন্ন হয়। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন। এই সমঝোতাগুলোর মাধ্যমে দুদেশের মধ্যে দীর্ঘমেয়াদি অর্থনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।
এই সমঝোতা স্মারকগুলোর মধ্যে রয়েছে সাংস্কৃতিক ও সাহিত্য বিনিময়, ঐতিহ্য সংরক্ষণ, গণমাধ্যম সহযোগিতা, ক্রীড়া ও স্বাস্থ্য খাতে পারস্পরিক সহযোগিতা। একই সঙ্গে দুই দেশের মধ্যে পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয়ে আনুষ্ঠানিক সহযোগিতার ঘোষণা এসেছে, যার মধ্যে রয়েছে চীনের বিনিয়োগ আলোচনা শুরু, বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল চালু, মোংলা বন্দরের আধুনিকায়ন ও সম্প্রসারণ, রোবট ফিজিওথেরাপি ও পুনর্বাসন কেন্দ্র নির্মাণ এবং একটি কার্ডিয়াক সার্জারি গাড়ি অনুদান।
বাংলাদেশ ও চীনের মধ্যে এই চুক্তিগুলো অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং কৌশলগত উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে অবকাঠামো উন্নয়ন ও প্রযুক্তি খাতে চীনের সহায়তা বাংলাদেশের জন্য নতুন দিগন্ত উন্মোচন করবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। এই চুক্তির মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও গভীর হবে এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে বিনিয়োগ ও উন্নয়ন সহযোগিতার সুযোগ তৈরি হবে।