• ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

প্রাইভেটকারে ২ মৃতদেহ: বিষাক্ত গ্যাসে মৃত্যু বলে ধারণা পুলিশের

দখিনের সময়
প্রকাশিত আগস্ট ৩১, ২০২১, ২০:১৫ অপরাহ্ণ
প্রাইভেটকারে ২ মৃতদেহ: বিষাক্ত গ্যাসে মৃত্যু বলে ধারণা পুলিশের
সংবাদটি শেয়ার করুন...

দখিনের সময় ডেস্ক : 

রাজধানীর সেগুনবাগিচার বটতলা এলাকায় একটি প্রাইভেটকার থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এখনো মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হতে পারেনি পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মেরামত কাজ চলা গাড়ির দরজা-জানালা বন্ধ করে ঘুমানোয় সময় বিষাক্ত গ্যাস সৃষ্টি হলে শ্বাস বন্ধ হয়ে তাদের মৃত্যু হতে পারে।

আজ মঙ্গলবার (৩১ আগস্ট) সকালে স্থানীয়দের খবরে নাভানা সিএনজি ফিলিং স্টেশনের সামনে পার্ক করা গাড়ি থেকে ওই দুই জনের মরদেহ উদ্ধার করে শাহবাগ থানা পুলিশ। তাদের নাম সিয়াম (১৯) ও রাকিব (২৭)। তারা দুইজনই নাভানা সিএনজি ফিলিং স্টেশনের কর্মচারী।

শাহবাগ থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মো. কামরুজ্জামান জানান, স্থানীয় লোকজন ঘটনার খবর শাহবাগ থানায় জানালে আমরা দ্রুত পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠাই। তবে প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি সোমবার (৩০ আগস্ট) গভীর রাত পর্যন্ত তারা তাদের কর্মস্থলে কাজ করেছিলেন। মৃত দুই ব্যক্তি যে প্রাইভেটকারের ডেন্টিংয়ের কাজ করছিলেন, কাজ শেষে সে গাড়িতেই ঘুমিয়ে পড়েন। প্রাথমিকভাবে আমাদের ধারণা, গাড়ির ভেতরে গ্যাস সৃষ্টি হলে শ্বাস বন্ধ হয়ে তাদের মৃত্যু হতে পারে।

তিনি আরও বলেন, ঘটনাটি আত্মহত্যা, খুন নাকি তারা অন্য কোনোভাবে মারা গেছেন, তা প্রাথমিকভাবে ধারণা করা সম্ভব হচ্ছে না। ময়নাতদন্তের পর সঠিক কারণ বলা সম্ভব হবে। তদন্ত শুরু হয়েছে, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক মর্গে পাঠানো হয়েছে।