Home অন্যান্য রাজধানী প্রাইভেটকারে ২ মৃতদেহ: বিষাক্ত গ্যাসে মৃত্যু বলে ধারণা পুলিশের

প্রাইভেটকারে ২ মৃতদেহ: বিষাক্ত গ্যাসে মৃত্যু বলে ধারণা পুলিশের

দখিনের সময় ডেস্ক : 

রাজধানীর সেগুনবাগিচার বটতলা এলাকায় একটি প্রাইভেটকার থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এখনো মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হতে পারেনি পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মেরামত কাজ চলা গাড়ির দরজা-জানালা বন্ধ করে ঘুমানোয় সময় বিষাক্ত গ্যাস সৃষ্টি হলে শ্বাস বন্ধ হয়ে তাদের মৃত্যু হতে পারে।

আজ মঙ্গলবার (৩১ আগস্ট) সকালে স্থানীয়দের খবরে নাভানা সিএনজি ফিলিং স্টেশনের সামনে পার্ক করা গাড়ি থেকে ওই দুই জনের মরদেহ উদ্ধার করে শাহবাগ থানা পুলিশ। তাদের নাম সিয়াম (১৯) ও রাকিব (২৭)। তারা দুইজনই নাভানা সিএনজি ফিলিং স্টেশনের কর্মচারী।

শাহবাগ থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মো. কামরুজ্জামান জানান, স্থানীয় লোকজন ঘটনার খবর শাহবাগ থানায় জানালে আমরা দ্রুত পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠাই। তবে প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি সোমবার (৩০ আগস্ট) গভীর রাত পর্যন্ত তারা তাদের কর্মস্থলে কাজ করেছিলেন। মৃত দুই ব্যক্তি যে প্রাইভেটকারের ডেন্টিংয়ের কাজ করছিলেন, কাজ শেষে সে গাড়িতেই ঘুমিয়ে পড়েন। প্রাথমিকভাবে আমাদের ধারণা, গাড়ির ভেতরে গ্যাস সৃষ্টি হলে শ্বাস বন্ধ হয়ে তাদের মৃত্যু হতে পারে।

তিনি আরও বলেন, ঘটনাটি আত্মহত্যা, খুন নাকি তারা অন্য কোনোভাবে মারা গেছেন, তা প্রাথমিকভাবে ধারণা করা সম্ভব হচ্ছে না। ময়নাতদন্তের পর সঠিক কারণ বলা সম্ভব হবে। তদন্ত শুরু হয়েছে, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক মর্গে পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

দেশের সার্বিক পরিস্থিতি উদ্বেগজনক: চরমোনাই পীর

দখিনের সময় ডেস্ক: ফরিদপুরে শ্রমিক হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিলের আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল...

স্কুল-কলেজ-মাদ্রাসা খুলছে ২৮ এপ্রিল, বন্ধ থাকবে অ্যাসেম্বলি

দখিনের সময় ডেস্ক: তাপপ্রবাহের কারণে বন্ধ থাকা দেশের সব স্কুল-কলেজ ও মাদ্রাসা আগামী ২৮ এপ্রিল থেকে খুলছে। আজ বৃহস্পতিবার (২৫ এপ্রিল) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর...

দাবদাহে সক্রিয় হয় বিষাক্ত সাপ

দখিনের সময় ডেস্ক: তীব্র গরমে মানুষের মধ্যেই যে কেবল হাঁসফাঁস অবস্থা তৈরি হয়, তা নয়। একই অবস্থা তৈরি হয় সাপের ক্ষেত্রেও। দাবদাহে বিষাক্ত সাপও সক্রিয়...

তীব্র গরমের মধ্যেই শিলাবৃষ্টির আভাস

দখিনের সময় ডেস্ক: দেশজুড়ে চলছে হিট অ্যালার্ট। রৌদে অতিষ্ঠ জনজীবন। এর মধ্যেই শিলাবৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের। দেশের সিলেট বিভাগের দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টি এবং কোথাও...

Recent Comments