‘ব্যাটেল অব মাইন্ডস’ ২০২৪ এর বিজয়ী বিইউপি’র টিম পারডন আস
দখিনের সময়
প্রকাশিত ডিসেম্বর ২, ২০২৪, ১০:৩৫ পূর্বাহ্ণ
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
রাজধানীর র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেনে অনুষ্ঠিত হলো দেশের শীর্ষ বিজনেস কেইস প্রতিযোগিতা ‘ব্যাটেল অব মাইন্ডস’ এর ২১তম আসর। তরুণদের উদ্ভাবনী দক্ষতা বিকাশ এবং ব্যবসায়িক নেতৃত্বে পরিণত করার লক্ষ্য নিয়ে আয়োজিত এ প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) টিম পারডন আস, কামিং থ্রু। তাদের বিজনেস প্ল্যান ছিল পুষ্টিকর এবং স্বাদে বৈচিত্র্যময় জ্যাকফ্রুট চিপস ‘জ্যাকো,’ যা স্বাস্থ্যের জন্য উপকারী।
প্রথম রানার-আপ হয়েছে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজিসহ তিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দল সিডসিঙ্ক। তাদের পরিকল্পনায় ছিল হরমোন ভারসাম্য বজায় রাখতে সহায়ক একটি ওয়েলনেস ড্রিংক লাইন ‘বাবল’। অন্যদিকে, দ্বিতীয় রানার-আপ দল নিউরনস উপস্থাপন করেছে নিউরোমার্কেটিং প্রযুক্তি ব্যবহার করে ভোক্তাদের আচরণ বিশ্লেষণের ধারণা, যা ব্যবসা ক্ষেত্রে কার্যকর পরিবর্তন আনতে পারে।
প্রতিযোগিতার ২১তম আসরে অংশ নিয়েছে দেশের ৭০টিরও বেশি বিশ্ববিদ্যালয়ের ৩ হাজার ৭০০-এর বেশি প্রতিযোগী। চ্যাম্পিয়ন দল এখন ২৫টি দেশের বিজয়ী দলের সঙ্গে বৈশ্বিক পর্বে প্রতিযোগিতা করবে। বৈশ্বিক বিজয়ীদের জন্য রয়েছে ৫০ হাজার ব্রিটিশ পাউন্ড সিড ফান্ড, যা বিজনেস আইডিয়া বাস্তবায়নে ব্যবহৃত হবে।
২০০৪ সালে শুরু হওয়া ‘ব্যাটেল অব মাইন্ডস’ প্রতিযোগিতা ধারাবাহিকভাবে তরুণদের উদ্ভাবনী চিন্তা এবং নেতৃত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এর অ্যালামনাইরা স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নেতৃত্ব প্রদানের মাধ্যমে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন।