• ১লা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

মগবাজার ফ্লাইওভারে ছিনতাইকারীদের বিশেষ সুড়ঙ্গ, তিন নারীসহ আটক ৪

দখিনের সময়
প্রকাশিত আগস্ট ১১, ২০২৩, ০৯:১২ পূর্বাহ্ণ
মগবাজার ফ্লাইওভারে ছিনতাইকারীদের বিশেষ সুড়ঙ্গ, তিন নারীসহ আটক ৪
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
রাজধানীর হাতিরঝিল থানার মগবাজার ফ্লাইওভারের রহস্যজনক সুড়ঙ্গ থেকে তিন নারীসহ চারজনকে আটক করেছে পুলিশ। এ সময় পালাতে গিয়ে আকবর (১৯) নামে এক যুবক আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১০ আগস্ট) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন রাজধানীর হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. আওলাদ হোসেন। তিনি বলেন, মগবাজার ফ্লাইওভারে বিশেষ কায়দায় সুড়ঙ্গ তৈরি করে ছিনতাই করত একটি চক্র। বুধবার (৯ আগস্ট) রাতে এক নারীকে হাতেনাতে আটক করা হয়।
এরপর বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে আবারও অভিযান পরিচালনা করলে সেখান থেকে দুই নারীকে আটক করা হয়। এ সময় আকবর নামে এক যুবক ফ্লাইওভার থেকে লাফিয়ে পড়ে গুরুতর আহত হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। আরও অভিযান চলছে। যাচাই-বাছাই করে পরে বিস্তারিত জানানো হবে।
আহত যুবক আকবর বলেন, ‘ওই সুড়ঙ্গে মাদক সেবন, ছিনতাই ও নানা অপরাধমূলক কার্যকলাপ করে নিরাপদে লুকিয়ে থাকতাম। আমরা ওই সুড়ঙ্গে চারজন ছিলাম। আমি লাফ দিয়ে পড়ে আহত হই। আমার সঙ্গে আরও তিন নারী ছিল। তারা হলেন, নাসরিন, রানী ও শেফালী।’
পুলিশের একটি সূত্র জানায়, বিশেষ কায়দায় মগবাজার ফ্লাইওভারে ছিনতাই করে ওই চারজন নিরাপদে সুড়ঙ্গ দিয়ে পালিয়ে যেতেন। বুধবার রাতেও একজনকে কুপিয়ে আহত করা হয়। রাতে তাঁকে উদ্ধার করা হয়। হাতিরঝিল থানায় মিম, শেফালী ও আইরিনসহ বেশ কয়েকজন আটক আছেন। চক্রটি এখানে মাদক চোরাচালান, ছিনতাইসহ বিভিন্ন অপকর্ম করত।