Home অন্যান্য রাজধানী মগবাজার ফ্লাইওভারে ছিনতাইকারীদের বিশেষ সুড়ঙ্গ, তিন নারীসহ আটক ৪

মগবাজার ফ্লাইওভারে ছিনতাইকারীদের বিশেষ সুড়ঙ্গ, তিন নারীসহ আটক ৪

দখিনের সময় ডেস্ক:
রাজধানীর হাতিরঝিল থানার মগবাজার ফ্লাইওভারের রহস্যজনক সুড়ঙ্গ থেকে তিন নারীসহ চারজনকে আটক করেছে পুলিশ। এ সময় পালাতে গিয়ে আকবর (১৯) নামে এক যুবক আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১০ আগস্ট) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন রাজধানীর হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. আওলাদ হোসেন। তিনি বলেন, মগবাজার ফ্লাইওভারে বিশেষ কায়দায় সুড়ঙ্গ তৈরি করে ছিনতাই করত একটি চক্র। বুধবার (৯ আগস্ট) রাতে এক নারীকে হাতেনাতে আটক করা হয়।
এরপর বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে আবারও অভিযান পরিচালনা করলে সেখান থেকে দুই নারীকে আটক করা হয়। এ সময় আকবর নামে এক যুবক ফ্লাইওভার থেকে লাফিয়ে পড়ে গুরুতর আহত হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। আরও অভিযান চলছে। যাচাই-বাছাই করে পরে বিস্তারিত জানানো হবে।
আহত যুবক আকবর বলেন, ‘ওই সুড়ঙ্গে মাদক সেবন, ছিনতাই ও নানা অপরাধমূলক কার্যকলাপ করে নিরাপদে লুকিয়ে থাকতাম। আমরা ওই সুড়ঙ্গে চারজন ছিলাম। আমি লাফ দিয়ে পড়ে আহত হই। আমার সঙ্গে আরও তিন নারী ছিল। তারা হলেন, নাসরিন, রানী ও শেফালী।’
পুলিশের একটি সূত্র জানায়, বিশেষ কায়দায় মগবাজার ফ্লাইওভারে ছিনতাই করে ওই চারজন নিরাপদে সুড়ঙ্গ দিয়ে পালিয়ে যেতেন। বুধবার রাতেও একজনকে কুপিয়ে আহত করা হয়। রাতে তাঁকে উদ্ধার করা হয়। হাতিরঝিল থানায় মিম, শেফালী ও আইরিনসহ বেশ কয়েকজন আটক আছেন। চক্রটি এখানে মাদক চোরাচালান, ছিনতাইসহ বিভিন্ন অপকর্ম করত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

নতুন সিইসি সাবেক সচিব নাসির উদ্দীন

দখিনের সময় ডেস্ক: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হিসেবে নিয়োগ পেয়েছেন অবসরপ্রাপ্ত সচিব এ এম এম নাসির উদ্দীন।  আজ (বৃহস্পতিবার) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ...

আমাদের দায়িত্ব সবাইকে একটি পরিবারের বন্ধনে আবদ্ধ করা: প্রধান উপদেষ্টা

দখিনের সময় ডেস্ক: অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, ছাত্র-জনতার বিপ্লবের মধ্য দিয়ে আমরা এক নতুন বাংলাদেশের সূচনা করেছি। এই নতুন দেশে আমাদের...

থানায় অভিযোগ দিতে গিয়ে গ্রেপ্তার হলেন শাহজাহান ওমর

দখিনের সময় ডেস্ক: ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শাহজাহান ওমর নিজ বাড়ি ও গাড়িতে হামলা-ভাঙচুরের ঘটনায় থানায় অভিযোগ দিতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন।...

হাসিনার পক্ষে ট্রাইব্যুনালে দাঁড়াতে চান জেড আই খান পান্না

দখিনের সময় ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ট্রাইব্যুনালে আইনি লড়াই করতে চান বেসরকারি সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের চেয়ারপারসন এবং সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী...

Recent Comments