• ১২ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

আওয়ামী লীগ সুযোগ পেলে কাউকে রেহাই দেবে না : নুর

দখিনের সময়
প্রকাশিত জানুয়ারি ২৫, ২০২৫, ১৮:৫৭ অপরাহ্ণ
আওয়ামী লীগ সুযোগ পেলে কাউকে রেহাই দেবে না : নুর
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময ডেস্কঃ
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর মন্তব্য করেছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রশ্নে ছাত্র সংগঠনগুলোর মধ্যে শক্ত অবস্থান লক্ষ্য করা যাচ্ছে না। তিনি বলেছেন, ছাত্রদের ধারাবাহিক আন্দোলনের মাধ্যমে এ ইস্যুতে স্পষ্ট বার্তা দেওয়া উচিত ছিল। শনিবার (২৫ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে পেশাজীবী অধিকার পরিষদ আয়োজিত ‘গণঅভ্যুত্থান পরবর্তী প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক আলোচনায় নুর এসব কথা বলেন। তিনি আরও বলেন, “আওয়ামী লীগ সুযোগ পেলে কাউকে ছাড়বে না। আন্তর্জাতিক এবং জাতীয় পর্যায়ে অনেক এজেন্ট আওয়ামী লীগকে পুনর্বাসন করতে কাজ করছে। তাই ছাত্রসহ সব রাজনৈতিক দলের উচিত, আওয়ামী লীগের বিরুদ্ধে তাদের অবস্থান স্পষ্ট করা।”
নুর আরও বলেন, “জুলাইয়ের আন্দোলনে প্রাণ দিয়েছে সাধারণ কৃষক ও শ্রমিকদের সন্তানরা। কিন্তু এর সুবিধা নিয়েছে উচ্চবিত্ত লুটেরা শ্রেণি। এজন্যই নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রয়োজন। কিন্তু জনগণ যদি পরিবর্তনের প্রয়োজন না বোঝে, তাহলে আগের সমস্যাগুলোই রয়ে যাবে।” তিনি বর্তমান সরকারের অন্তর্বর্তীকালীন চরিত্র নিয়ে প্রশ্ন তুলে বলেন, “আপনারা জাতীয় সরকার গঠনে ব্যর্থ হয়েছেন। পাঁচ মাসেই প্রমাণ হয়েছে এই সরকার রাজনৈতিকভাবে ভঙ্গুর। এই ব্যর্থতার সুযোগ নিয়ে আওয়ামী লীগ পুনরায় সংগঠিত হতে পারে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রশ্নে এই ঝগড়াঝাঁটি বরং তাদেরই লাভের পথে নিয়ে যাচ্ছে।”
জাতীয় সরকারের প্রয়োজনীয়তা তুলে ধরে নুর বলেন, “জাতীয় সরকার ছাড়া রাজনৈতিক স্থিতিশীলতা সম্ভব নয়। জনগণ আর একক কোনো দলকে ক্ষমতায় দেখতে চায় না। তারা রাষ্ট্র ব্যবস্থার সংস্কার ও নতুন বিনির্মাণ চায়। তবে ওয়ান ইলেভেনের মতো পরিস্থিতি ডেকে আনলে ক্ষতিগ্রস্ত হবে বিএনপি এবং অন্যরাও। আমরা পরিষ্কার বলতে চাই, গত পাঁচ মাসে বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনায় ব্যর্থতার পরিচয় দিয়েছে। অবিলম্বে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করে কার্যকর পদক্ষেপ নিতে হবে।” অনুষ্ঠানে গণঅধিকার পরিষদের অন্যান্য নেতারাও উপস্থিত ছিলেন এবং নিজেদের মতামত তুলে ধরেন।