• ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

সাংবাদিক আলম রায়হানের উপরে হামলাকারীদের বিচারের দাবি জানালেন সিনিয়ার সাংবাদিক নঈম নিজাম

দখিনের সময়
প্রকাশিত অক্টোবর ১৬, ২০২১, ১৯:০২ অপরাহ্ণ
সাংবাদিক আলম রায়হানের উপরে হামলাকারীদের বিচারের দাবি জানালেন সিনিয়ার সাংবাদিক নঈম নিজাম
সংবাদটি শেয়ার করুন...

স্টাফ রিপোর্টার

সিনিয়র সাংবাদিক আলম রায়হানের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা এবং অপরাধীদের বিচারের দাবি জানিয়েছেন বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সম্পাদক সিনিয়র সাংবাদিক নইম নিজাম ।

আজ শনিবার (১৬ অক্টোবর) বিকেলে সিনিয়র সাংবাদিক নঈম নিজাম তার ভেরিফাইড ফেসবুক আইডি থেকে একটি স্টাটাসের মাধ্যমে এ দাবি ও নিন্দা জানান।

আলম রায়হান এবং তার একত্রিত একটি ছবি পোস্ট করে তিনি লেখেন, ” ৩৫ বছর ধরে চেনা সাংবাদিক আলম রায়হান। বরিশালের দখিনের সময় পত্রিকার সম্পাদক । আজ অফিসে আসলেন। জানালেন মাদক ব্যবসায়ীরা তার উপর হামলা করেছে। আলম রায়হানের উপর হামলার বিচার দাবি করছি।”

উল্লেখ্য, গত ২ অক্টোবর দৈনিক দখিনের সময় অফিস ভাংচুর ও সিনিয়র সাংবাদিক আলম রায়হানের উপর হামলা করে তৌহিদ গ্রুপ। এ ঘটনায় আলম রায়হান গুরুতর আহত অবস্থায় দীর্ঘ দিন শেরে বাংলা মেডিকেলে কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ৷