সাংবাদিক আলম রায়হানের উপরে হামলাকারীদের বিচারের দাবি জানালেন সিনিয়ার সাংবাদিক নঈম নিজাম
দখিনের সময়
প্রকাশিত অক্টোবর ১৬, ২০২১, ১৯:০২ অপরাহ্ণ
সংবাদটি শেয়ার করুন...
স্টাফ রিপোর্টার
সিনিয়র সাংবাদিক আলম রায়হানের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা এবং অপরাধীদের বিচারের দাবি জানিয়েছেন বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সম্পাদক সিনিয়র সাংবাদিক নইম নিজাম ।
আজ শনিবার (১৬ অক্টোবর) বিকেলে সিনিয়র সাংবাদিক নঈম নিজাম তার ভেরিফাইড ফেসবুক আইডি থেকে একটি স্টাটাসের মাধ্যমে এ দাবি ও নিন্দা জানান।
আলম রায়হান এবং তার একত্রিত একটি ছবি পোস্ট করে তিনি লেখেন, ” ৩৫ বছর ধরে চেনা সাংবাদিক আলম রায়হান। বরিশালের দখিনের সময় পত্রিকার সম্পাদক । আজ অফিসে আসলেন। জানালেন মাদক ব্যবসায়ীরা তার উপর হামলা করেছে। আলম রায়হানের উপর হামলার বিচার দাবি করছি।”
উল্লেখ্য, গত ২ অক্টোবর দৈনিক দখিনের সময় অফিস ভাংচুর ও সিনিয়র সাংবাদিক আলম রায়হানের উপর হামলা করে তৌহিদ গ্রুপ। এ ঘটনায় আলম রায়হান গুরুতর আহত অবস্থায় দীর্ঘ দিন শেরে বাংলা মেডিকেলে কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ৷