• ১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

যে কারণে সামনে এলো স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি

দখিনের সময়
প্রকাশিত মার্চ ১৪, ২০২৫, ০৮:০৮ পূর্বাহ্ণ
যে কারণে সামনে এলো স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে চুরি, ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজি, খুন, ধর্ষণের মতো অপরাধ যেভাবে ঘটছে, এই নাজুক পরিস্থিতি কেউ অস্বীকার করতে পারছে না। সেনা-পুলিশসহ বিভিন্ন বাহিনীর অপারেশন ডেভিল হান্টের এক মাস পার হলেও অপরাধীদের দৌরাত্ম্য কমছে না। কিছুদিন স্বরাষ্ট্র উপদেষ্টা এ-ও বলেছিলেন যে, ‘টের পাওয়ার’ মতো পদক্ষেপ তারা নিচ্ছেন। কিন্তু বাস্তবতা হলো, এসবের পরও সম্প্রতি ঢাকার বাইরে একটি গ্রামের হাটে ঘোষণা দিয়ে বিএনপির নেতা-কর্মীরা তাদের খাজনা দেওয়ার জন্য দোকানদারদের নির্দেশ দিয়েছেন। যদিও দলটি এ ধরনের ঘটনার কথা অস্বীকার করেছে। এছাড়া সড়কের ওপর প্রকাশ্যে দম্পতিকে কোপাচ্ছে এলাকার মাস্তানেরা, চলন্ত বাসে সংঘবদ্ধ ডাকাত দল যাত্রীদের সর্বস্ব লুট করে নিয়ে যাচ্ছে, নারীর ওপর নির্যাতন চালাচ্ছে। এ সব ঘটনা মানুষের মধ্যে উদ্বেগ বাড়িয়েছে।
বিশ্লেষকেরা মনে করেন, অন্তর্বর্তী সরকারের প্রথম থেকেই দলবদ্ধ বিশৃঙ্খলা বা মব হামলা হয়েছে বিভিন্ন জায়গায়, তা সামলানো যায়নি। কোনো কোনো ক্ষেত্রে সরকারের সায় থাকার অভিযোগও রয়েছে। ডাকাতি, চাঁদাবাজি, খুনের ঘটনায়ও কার্যকর কোনো পদক্ষেপ দৃশ্যমান হয়নি। সব মিলিয়ে সরকারের দুর্বলতা ও অদক্ষতার বিষয় আলোচনায় এসেছে। আর এ কারণে একটা ধারণা তৈরি হয়েছে যে, কোনো অপরাধে ব্যবস্থা নেওয়ার কেউ নেই। অপরাধীরাও সেই সুযোগ নিয়েছে। ফলে সামাজিক অপরাধ বেড়ে গেছে।
এই পরিস্থিতির দায় স্বরাষ্ট্র উপদেষ্টা এড়াতে পারেন না বলে বিশ্লেষকেরা মনে করেন। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী নিজেও পদত্যাগ নিয়ে প্রশ্নের মুখোমুখি হয়েছেন। গত ফেব্রুয়ারির শেষে তিনি মধ্যরাতে এক সংবাদ সম্মেলন করেছেন। সেই সংবাদ সম্মেলনে পদত্যাগ নিয়ে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেছেন, তিনি কাজ করছেন। কঠোর ব্যবস্থা নিচ্ছেন। পদত্যাগের বিষয় আসবে কেন।
খবর: বিবিসি বাংলা