• ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

দখলদারদের দৌরাত্ম্যে হুমকির মুখে ভৈরব নদ, নির্মাণ করা হয়েছে জেটি, গোডাউনসহ পাকা স্থাপনা

দখিনের সময়
প্রকাশিত সেপ্টেম্বর ২৭, ২০২০, ০৯:১১ পূর্বাহ্ণ
দখলদারদের দৌরাত্ম্যে হুমকির মুখে ভৈরব নদ, নির্মাণ করা হয়েছে জেটি, গোডাউনসহ পাকা স্থাপনা
সংবাদটি শেয়ার করুন...

দখিনের সময় ডেক্স:

যশোরে দখলদারদের দৌরাত্ম্যে হুমকির মুখে ভৈরব নদ। নদের রাজঘাট থেকে চেঙ্গুটিয়া পর্যন্ত এলাকার বিভিন্ন অংশ দখল করে নির্মাণ করা হয়েছে জেটি, গোডাউনসহ পাকা স্থাপনা। এতে এই নদের গতিপথ পাল্টে যাওয়ার পাশাপাশি অস্তিত্ব সংকটের আশঙ্কা করছেন এলাকার মানুষ।  ভৈরব নদ রক্ষায় সরকারকে কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি স্থানীয়দের।

যশোরের শিল্পশহর নওয়াপাড়ার ব্যবসা-বাণিজ্য অনেকটা ভৈরব নদের ওপর নির্ভরশীল। এক সময়ের প্রমত্তা নদটি দখল-দূষণের কবলে পড়ে অনেকটাই সংকীর্ণ। বিভিন্ন অংশ দখল করে ঘাট ও জেটি নির্মাণ করছেন প্রভাবশালী ব্যবসায়ীরা। গড়ে তুলেছেন অবৈধ গোডাউন ও অন্যান্য স্থাপনা। এতে গতিপথ রুদ্ধ হওয়ায় বাধাগ্রস্ত হচ্ছে জোয়ার-ভাটা।

এভাবে দখল চলতে থাকলে ভৈরব নদের অস্তিত্ব হারানোর আশঙ্কা করছে সচেতন মহল। নদী বাঁচাতে অবিলম্বে অবৈধ দখলদারদের উচ্ছেদে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন তারা। অবৈধ দখলদারদের উচ্ছেদে শিগগিরই অভিযান শুরুর কথা জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। নওয়াপাড়া নদী বন্দরের উপ পরিচালক শাহ আলম বলেন, আমাদের বিআইডব্লিউটিএ নওয়াপাড়া নদী বন্দরের পক্ষ থেকে অতি দ্রুত দখলদারদের তালিকা করে প্রধান কার্যালয়ে প্রেরণ করা হবে। এছাড়া তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।