• ৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

চীনের পাল্টা শুল্কে ধস নামল মার্কিন বাজারে

দখিনের সময়
প্রকাশিত এপ্রিল ৫, ২০২৫, ১৭:৩২ অপরাহ্ণ
চীনের পাল্টা শুল্কে ধস নামল মার্কিন বাজারে
সংবাদটি শেয়ার করুন...
দখিনের সময় ডেস্ক:
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি চীনের আমদানি পণ্যের ওপর নতুন করে ৩৪ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন, যা পূর্ববর্তী শুল্কসহ দাঁড়ায় ৫৪ শতাংশে। ঘোষণা অনুযায়ী, শনিবার (৫ এপ্রিল) থেকে এই শুল্ক কার্যকর হবে এবং ৯ এপ্রিল থেকে বাংলাদেশসহ নির্দিষ্ট কিছু দেশের ওপরও বাড়তি শুল্ক কার্যকর হবে। তবে শুল্ক আরোপ থেকে রাশিয়াকে অব্যাহতি দেওয়া হয়েছে। ট্রাম্পের ঘোষণার একদিন পর চীনের বাণিজ্য মন্ত্রণালয় এর তীব্র প্রতিবাদ জানায় এবং পাল্টা পদক্ষেপের হুঁশিয়ারি দেয়।
শুক্রবার (৪ এপ্রিল) বেইজিং পাল্টা ব্যবস্থা হিসেবে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা সব পণ্যের ওপর ৩৪ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেয়, যা কার্যকর হবে আগামী ১০ এপ্রিল থেকে। একইসঙ্গে, কিছু বিশেষ মার্কিন পণ্যে রফতানি নিয়ন্ত্রণ আরোপের কথাও জানিয়েছে চীন। বিশ্লেষকরা বলছেন, এধরনের পাল্টাপাল্টি সিদ্ধান্ত কেবল মার্কিন অর্থনীতিই নয়, পুরো বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থাকেই গভীর সংকটে ফেলতে পারে।
চীনের পাল্টা পদক্ষেপের পরই যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে ব্যাপক ধস নেমেছে। শুক্রবার স্টক এক্সচেঞ্জগুলোতে এক ভয়াবহ দিন পার হয়েছে—এসঅ্যান্ডপি ৫০০ সূচক কমেছে ৬ শতাংশ, নাসডাক ৫.৮ শতাংশ এবং ডাও জোন্স ২২০০ পয়েন্ট বা ৫.৫ শতাংশ হারিয়েছে। এই অস্থিরতা ছিল টানা দ্বিতীয় দিনের মতো। ট্রাম্প এ ঘটনায় চীনের ওপর দোষ চাপিয়ে ট্রুথ সোশ্যালে বলেন, “চীন ভুল খেলেছে, তারা আতঙ্কিত এবং এই যুদ্ধ চালিয়ে যাওয়ার সামর্থ্য তাদের নেই।”