বিমসটেক সম্মেলনের ফাঁকে একান্ত বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ড. মুহাম্মদ ইউনূসের কাজের ভূয়সী প্রশংসা করেন এবং তাকে দীর্ঘদিন ধরেই সম্মান ও মর্যাদার সঙ্গে দেখার কথা জানান। প্রেস সচিব শফিকুল আলম জানান, বৈঠকে শেখ হাসিনার পূর্ববর্তী আচরণ প্রসঙ্গ তুলেও মোদি বলেন, “ভারত কোনো ব্যক্তির সঙ্গে নয়, বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ক গড়তে চায়।”
ফেসবুক পোস্টে প্রেস সচিব লেখেন, ড. ইউনূসের মানবিক ও সামাজিক উদ্যোগের প্রতি ভারতের সম্মান রয়েছে বলেই মোদি তা বারবার স্পষ্ট করেছেন। এমনকি ড. ইউনূস যখন শেখ হাসিনার প্রত্যর্পণের প্রসঙ্গ তোলেন, তখনও ভারতের পক্ষ থেকে বিরূপ প্রতিক্রিয়া আসেনি। বরং ভবিষ্যৎ সম্ভাবনার দিকে ইঙ্গিত করে মোদি বলেছেন, “একদিন ইতিহাস ঘুরে দাঁড়াবে, আর আমরা ‘শতাব্দীর সেরা বিচার’ দেখব।”
এছাড়া, বৈঠকে অধ্যাপক ইউনূসও ভারতের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে তার অবস্থান পরিষ্কার করে জানান, বাংলাদেশ ভারতের সঙ্গে ‘সর্বোত্তম সম্পর্ক’ চায়, তবে তা হতে হবে ন্যায্যতা, সমতা ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে। সবমিলিয়ে, এ বৈঠক ভারত-বাংলাদেশ সম্পর্কের এক নতুন দিক উন্মোচনের ইঙ্গিত দেয় বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।