নারায়ণগঞ্জের বন্দর উপজেলার লাঙ্গলবন্দে সনাতন ধর্মাবলম্বীদের মহাষ্টমী পুণ্যস্নান উৎসব পরিদর্শনকালে স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দেশের গণমাধ্যম যদি সাহসিকতার সঙ্গে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে, তাহলে বিদেশি অপপ্রচার মুখ থুবড়ে পড়বে। তিনি অভিযোগ করেন, কিছু বিদেশি গণমাধ্যম উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা সংবাদ ছড়িয়ে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালাচ্ছে। এসব অপচেষ্টা রুখতে শক্তিশালী এবং বিশ্বাসযোগ্য গণমাধ্যমের প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি।
তিনি আরও বলেন, “বাংলাদেশে যেভাবে ধর্মীয় ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় আছে, তা পৃথিবীর কোথাও দেখা যায় না। এই সম্প্রীতি আমাদের শক্তি, একে টিকিয়ে রাখতে হবে।” লাঙ্গলবন্দ এলাকাকে একটি ধর্মীয় পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান উপদেষ্টা। তিনি বলেন, ইতোমধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে প্রাথমিক আলোচনা হয়েছে এবং দ্রুত বাস্তবায়নের কাজ শুরু হবে।
ব্রহ্মপুত্র নদের পানি এখনও বিশুদ্ধ রয়েছে জানিয়ে তিনি বলেন, “এই পানিকে দূষণমুক্ত রাখতে সবাইকে সচেতন হতে হবে।” পাশাপাশি তিনি উৎসবের শান্তিপূর্ণ পরিবেশ এবং অংশগ্রহণকারীদের শৃঙ্খলা বজায় রাখায় সন্তোষ প্রকাশ করেন এবং স্থানীয় প্রশাসন ও নিরাপত্তা বাহিনীর তৎপরতাও প্রশংসা করেন। একইসঙ্গে ধর্মীয় সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে সবাইকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানান তিনি।