• ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

নিবন্ধনের অনুমতি  পেল ৪৫টি নিউজ পোর্টাল

দখিনের সময়
প্রকাশিত জুলাই ১৫, ২০২২, ০৯:৩৭ পূর্বাহ্ণ
নিবন্ধনের অনুমতি  পেল ৪৫টি নিউজ পোর্টাল
সংবাদটি শেয়ার করুন...

দখিনের সময় ডেস্ক:

ঢাকা প্রকাশ ২৪ ও নিউজনাউ২৪ সহ মোট ৪৫টি অনলাইন নিউজ পোর্টালকে নিবন্ধনের অনুমতি দিয়েছে সরকার। বৃহস্পতিবার (১৪ জুলাই) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রেস-১ শাখা থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

এসব সংবাদমাধ্যমকে সরকারি বিধি-বিধান অনুসরণ করে নির্ধারিত ফি জমা দিয়ে ২০ কার্যদিবসের মধ্যে তথ্য অধিদপ্তর থেকে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।  নিবন্ধনের অনুমতি পাওয়া ৪৫টি নিউজ পোর্টাল ঢাকা প্রকাশ ২৪, ঢাকা পোস্ট২৪, নিউজনাউ ২৪, ক্যাম্পাস টাইমস, , সিভয়েস ২৪, ডেইলি চাকরি, গুরুকূললাইভ, বাংলা নিউজ ডট কম, দেশ নিউজ বিডি, কিংস নিউজ ২৪, ভিশন নিউজ ২৪, দূরবীন ডট নিউজ, পরিষদ বার্তা, বাংলা গেজেট, এসপিএন বিডি, গ্লোবাল নিউজ, চট্টগ্রাম ২৪, স্টার সংবাদ, সারাদিন, বহুমাত্রিক, এনএনবি, পলিটিক্স নিউজ ২৪, এমটি নিউজ ২৪, বিনিয়োগ বার্তা, আর্ট নিউজ, বিজনেস ২৪ বিডি, বিডি টাইমস নিউজ, সিএইচডি নিউজ ২৪, পদ্মা টাইমস ২৪, ওয়ার্ল্ড গ্লোবাল ২৪, সিলেট ভিউ ২৪, ভয়েজ অব টাইগার, বাংলা আওয়ার, গ্রিন বাংলা অনলাইন ২৪, অধিকার পত্র, বার্তা জগৎ ২৪, শ্যামলী নিউজ ২৪, সোনালী নিউজ, দেশ সমাচার, নিউজ নাউ বাংলা, পার্বত্য নিউজ, পদ্মা নিউজ, অর্থ সংবাদ, ল নিউজ ২৪ ও নিউজ জোন বিডি।

নিবন্ধনের অনুমতি পাওয়ায় নিউজনাউ টোয়ান্টিফোর ডটকমের প্রকাশক ও সম্পাদক মো. মানিক বাবলু এবং উপদেষ্টা সম্পাদক সাবেদুর রহমান সুমু নিউজনাউ এর পাঠক স্রোতা দর্শকদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তারা সারাদেশে নিউজনাউ এর সাথে যুক্ত সকল সাবেক-বর্তমান সংবাদকর্মীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।  উল্লেখ্য, ৯ বছর ধরে ডিজিটাল সংবাদ সেবা দিয়ে আসা নিউজনাউ টোয়েন্টিফোর ডটকম ইতিমধ্যেই সারাবিশ্বে জনপ্রিয় মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল হিসেবে চর্চিত হচ্ছে।