দেশের প্রথম সারির অনলাইন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল ঢাকাপ্রকাশ২৪ নিবন্ধনের জন্য অনুমতি পেয়েছে। বৃহস্পতিবার (১৪ জুলাই) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রেস-১ শাখা থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
বিশিষ্ট সাংবাদিক ও শতাধিক গ্রন্থের লেখক মোস্তফা কামালের সম্পাদনায় ‘সততাই শক্তি, সুসাংবাদিকতায় মুক্ত ‘ এই শ্লোগানকে ধারণ করে ২০২১ সালের ১ ডিসেম্বর যাত্রা করে ‘ঢাকাপ্রকাশ২৪.কম’। রাজধানীর ঢাকা ক্লাবের স্যামসান এইচ হলে এক অনাড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে যাত্রা শুরু করা ঢাকাপ্রকাশ-এর উদ্বোধনী অনুষ্ঠানকে পূর্ণতা দেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। তিনি ঢাকাপ্রকাশ-এর উদ্বোধন ঘোষণা করে সেদিন বলেছিলেন, সত্য প্রকাশে সব সময় অবিচল থাকবে ঢাকাপ্রকাশ। তিনি ঢাকাপ্রকাশ-এর উত্তোরত্তোর সাফল্যও কামনা করেন।
ওই অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, দুর্যাগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী ফরিদুল হক দুলাল, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত থেকে ঢাকাপ্রকাশ-কে শুভেচ্ছা জানিয়ে ভিডিও বার্তা দেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সাহিত্যিক আব্দুল্লাহ আবু সায়ীদ। এ ছাড়া দেশবরেণ্য অনেক বিশিষ্ট লেখক, শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক ও রাজনীতিকসহ গুণীজনরা উপস্থিত থেকে অনুষ্ঠানকে বর্ণীল করে তোলেন।
উদ্বোধনের পরদিন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী শ.ম. রেজাউল করিম ঢাকাপ্রকাশ কার্যালয়ে উপস্থিত হয়ে শুভেচ্ছা জানান। পরবর্তী সময়ে আরও অনেক বিশিষ্টব্যক্তি ও রাজনীতিক ঢাকাপ্রকাশ কার্যালয়ে এসে শুভেচ্ছা জানিয়েছেন।
এর আগে ২০২১ সালের ১ নভেম্বর রাজধানীর লা-ভিঞ্চি হোটেলের কনফারেন্স রুমে এক অনাড়ম্বর অনুষ্ঠানে ‘ঢাকাপ্রকাশ’ এর লোগো উম্মোচন করার মধ্য দিয়ে ঢাকাপ্রকাশ সব মানুষের সকল সংবাদ প্রকাশের প্রতিশ্রুতি দিয়ে আত্মপ্রকাশ করে।